বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২৫ এর বিরুদ্ধে রাজ্যজুড়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হল অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের রাজ্য ভিত্তিক বিদ্যুৎ গ্রাহক অভিবর্তন। সোমবার আহ্বানে গুয়াহাটির বিষ্ণু নির্মলা ভবনে শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র সভাপতি অজিত আচার্যের সভাপতিত্বে পরিচালিত সভার শুরুতে অভিবর্তনের মূল প্রস্তাব উত্থাপন করেন কনজুমার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির অন্যতম সদস্য ইদ্রিস আলি। মূল প্রস্তাবের সমর্থনে প্রথমে বক্তব্য রাখেন কনজুমার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য কমিটির অন্যতম সদস্য অনুপম চুতিয়া। অভিবর্তনে বিশিষ্ট বক্তা হিসেবে একে একে বক্তব্য রাখেন অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিমল দাস, কোর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি অ্যান্ম্পোয়িস, ইঞ্জিনিয়ার্স, পেনশনার্স এর প্রাক্তন সভাপতি প্রমোদ চন্দ্র দাস, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর সভাপতি বিক্রমাদিত্য দাস, বিশিষ্ট শ্রমিক নেতা দীপক রঞ্জন সাহা, অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক অজয় আচার্য প্রমুখ।

এছাড়াও আন্দোলনের প্রস্তাব উত্থাপন করেন অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য। সভায় বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা উভয় প্রস্তাবের উপর নিজেদের মতামত তুলে ধরেন। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত হয় যে বিদ্যুৎ (সংশোধনী) বিল, ২০২৫ এবং আদানির কাছ থেকে এপিডিসিএলকে বাধ্যতামূলকভাবে অধিক দামে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী সংগঠনগুলো আগামীতে রাজ্যজুড়ে ধরনা, বিক্ষোভ ইত্যাদি কার্যসূচি পালন করবে। এই বিলের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে আঞ্চলিক স্তরে অভিবর্তন এবং রাজ্যজুড়ে গণ স্বাক্ষর অভিযান শুরু করা হবে।


