করিমগঞ্জে শিশু সুরক্ষায় বিভিন্ন বিভাগকে বিশেষ প্রশিক্ষণ

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : বুধবার করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিশু সুরক্ষা সমিতির যৌথ ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন পুলিশকর্মীদের শিশু সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করতে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণ সভায় বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইন, শিশু শ্রম আইন, অবৈধ দত্তক গ্রহণ, পকসো সহ বিভিন্ন শিশু সুরক্ষা আইন নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত তথা জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইউমনাম, পিও এনআইসি দেবযানি দাস, সিডব্লিউসি এর প্রাক্তন সদস্য শ্রী সত্যজিৎ দাস এবং চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ আধিকারিকগন।

আগামী দিনে শিশু সুরক্ষা  বিষয়ে  আরও আলোচনা এবং ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১৮ অক্টোবর করিমগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দকে শিশু সুরক্ষা বিষয়ে বিশদ ভাবে আলোচনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে।

Author

Spread the News