বিভিন্ন দাবিতে রেলের জিএমের দ্বারস্থ হিন্দু জাগরণ মঞ্চ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : গুয়াহাটিগামী সব ট্রেন পাথারকান্দি রেলস্টেশনে স্টপেজ দেওয়া ও পাথারকান্দি রেলস্টেশনকে বি গ্রেড স্টেশনে উন্নীত করা, শিলচর-ধর্মনগর যাত্রীবাহী ট্রেনটি নিয়মিত চালু করা সহ বিভিন্ন দাবিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকপত্র প্রদান করে হিন্দু জাগরণ মঞ্চ।
এ ব্যাপারে পাথারকান্দি প্রখণ্ডের এক প্রতিনিধি দল বুধবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বদরপুরের ক্ষেত্র প্রবন্ধকের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, ০৫৬৭৭ শিলচর-ধর্মনগর ও ০৫৬৭৮ ধর্মনগর-শিলচর ট্রেনটি আগে প্রতিদিন চলাচল করতো। কোভিডকালীন সময়ে পরিস্থিতির কারণে ট্রেন পরিষেবা দুটি আংশিক করে সপ্তাহে দু’দিন করা হয়। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও আজ পর্যন্ত ট্রেন দুটোকে আগের মতো নিয়মিত করা হয়নি। ট্রেনটি নিয়মিত চালু না থাকায় পাথারকান্দি সহ বৃহত্তর এলাকার ছাত্রছাত্রী, রোগী, সাধারণ জনগণের যাতায়াতের ক্ষেত্রে তীব্র অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই ট্রেন পরিষেবা দু’টি পুনরায় নিয়মিত চালু করতে রেল বিভাগ যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই অনুরোধ জানান তাহারা।
পরবর্তীতে পূর্ব সীমান্ত রেলওয়ে এরিয়া ম্যানেজার এর মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে এ ব্যাপারে স্মারকপত্র পেশ করেন। স্মারকপত্রের প্রতিলিপি লামডিং রেলওয়ে ডিভিশনের ডিআরএম ও বদরপুরের অ্যারিয়া ম্যানেজারকেও প্রেরণ করা হয়।