শিলচর আরবান স্বাস্থ্যকেন্দ্রে প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : প্রবীণ নাগরিকদের জন্য সমন্বিত চিকিৎসা-পরিসেবা নিশ্চিত করতে এনপিএইচসিই (জাতীয় প্রবীণ স্বাস্থ্যসেবা কর্মসূচি)–র জেলা ইউনিট এবং শিলচর এসএম দেব সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে শুক্রবার শিলচর আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের সার্বিক পরিচালনা করেন শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অরূপ কুমার পাটোয়া।

সকালে থেকেই বহু প্রবীণ নাগরিক বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য উপস্থিত হন। শিবিরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, হাঁটু ও হাড়ের ব্যথা, স্নায়ুবৈকল্য, চর্মরোগ, চোখের সমস্যা এবং মানসিক স্বাস্থ্যের উপসর্গসহ বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়। ইসিজি, রক্তপরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষার রিপোর্ট সেদিনই প্রদান করা হয়। চিকিৎসার পর রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ও পরবর্তী চিকিৎসা-পরামর্শ দেওয়া হয়। শিবিরের কার্যক্রম পরিচালনা করেন জেলা নোডাল অফিসার ডাঃ রোহন বিশ্বাস; জেলা কর্মসূচি-সমন্বয়কারী পিয়ালি চক্রবর্তী; এবং শিলচর আরবান স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডাঃ বুদ্ধদেব নাগ। তাঁদের সমন্বয়ে বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, ফার্মাসিস্ট, ল্যাব-কর্মী এবং সহায়ক কর্মীরা সুশৃঙ্খলভাবে শিবির পরিচালনা করেন। চিকিৎসক দলের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ শ্রিহান্স সিপানী, ডাঃ অর্পিতা দে, ডাঃ রীমা পাটোয়া, ডাঃ অংশুমান নাগ, ডাঃ কনকদীপ শর্মা, ডাজলহলঃ সন্দীপ রায়, ডাঃ দিপাঙ্কর চক্রবর্তীসহ অন্যান্য বিশেষজ্ঞ ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। প্রবীণদের সুবিধার্থে আলাদা সহায়তা-ডেস্ক, কাউন্সেলিং সেবা এবং পরীক্ষাগারের সহায়তাও সক্রিয় রাখা হয়।

দিনব্যাপী এই বিশেষ স্বাস্থ্য শিবিরের মাধ্যমে শহরের বহু প্রবীণ নাগরিক সমন্বিত, সহজলভ্য ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্যবিভাগের সমন্বয়ে শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *