euro cup  : ফাইনালে স্পেন

১০ জুলাই : মিউনিখে থামল ফরাসি বিপ্লব। দিদিয়ের দেশঁ ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেও, একই নজির গড়া হল না ইউরোয়।‌ মঙ্গলবার রাতে মিউনিখে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের ফাইনালে স্পেন। এক গোলে পিছিয়ে পড়েও জোড়া গোলে দুরন্ত প্রত্যাবর্তন। এক যুগ পরে ইউরো কাপের ফাইনালে স্পেন। ২০১২ সালের পর প্রথম ইউরো ফাইনাল। সেবার ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। যে ছন্দে আছে জামাল, ওলমোরা আবার সেই স্বপ্ন দেখা অন্যায় নয়। টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে স্পেন। বিশ্বকাপে চেনা ছন্দে না পাওয়া গেলেও ইউরোতে আবার বাজিমাত তিকিতাকার। তবে লুইস ডি লা ফুয়েন্তের কোচিংয়ে ধরন কিছুটা বদলেছে। নাক ভাঙার পর এদিন প্রথম মাস্ক ছাড়া খেলেন কিলিয়ান এমবাপে। শুরুটা দারুণ করেছিলেন। তাঁর অ্যাসিস্ট থেকেই এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু গোটা ম্যাচে সেই ছন্দ অব্যাহত রাখতে পারেননি। বেশ কয়েকটা গোলের সুযোগ হাতছাড়া করেন এমবাপে।

স্পেনের দুই গোলদাতা লামিনে ইয়ামাল ও ড্যানি ওলমো। আর ফ্রান্সের হয়ে জাল কাঁপান কোলো মুয়ানি। এমবাপের ভাসানো ক্রসে হেডে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন মুয়ানি। তবে ২১ মিনিটেই স্পেনের লামিনে ইয়ামালে ‘বিস্ময়’ গোলে সমতায় ফেরায় স্পেন। ২৫ মিনিটে গোল করেন ওলমো স্পেনকে লিড এনে দেন।

আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।

Author

Spread the News