অলিম্পিকের কয়েক ঘণ্টা আগে ভয়াবহ হামলা
২৬ জুলাই : আর কয়েক ঘণ্টা পরে ফ্রান্সে শুরু হবে অলিম্পিক আসরের উদ্বোধন অনুষ্ঠান। তার মাত্র কয়েক ঘণ্টা আগে ভয়াবহ হামলা ঘটেছে দেশটির রেল নেটওয়ার্কে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উচ্চগতির ট্রেন ও রেল লাইনগুলোর।
ফ্রান্সের রাষ্ট্রায়ত্ব রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষ সংস্থা এসএনসিএফের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাজধানী প্যারিসের সঙ্গে সংযুক্ত বিভিন্ন রুটের রেল লাইন ও রেল গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তাদের মূল লক্ষ্য ছিল উচ্চগতির ট্রেনগুলো। “বিভিন্ন স্থানে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, অনেক জায়গায় ট্রেনের বগি ও স্টেশনে আগুন দেওয়া হয়েছে। এক কথায়, ফ্রান্সের পুরো রেল নেটওয়ার্ক লণ্ডভণ্ড করে ফেলেছে হামলাকারীরা,” রয়টার্সকে বলেন এসএনসিফের এক কর্মকর্তা।
শুক্রবার স্থানীয় সময় সকালে এএসএনসিফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, সিএনএসএফ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। গত (বৃহস্পতিবার) রাতে আটলান্টিক, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের লাইনের অনেকগুলো রেলগাড়ি ও স্টেশনে আগুন দিয়েছে দুবৃত্তরা, অনেক জায়গায় রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। আমাদের মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এতে কিছু সময় ব্যয় হবে। যাত্রী সাধারণকে ধৈর্য্য ধারণের জন্য অনুরোধ করা হচ্ছে।