অবৈধ ভাবে সার, বার্মিজ সুপারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : এসপি

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : কাছাড় জেলায় প্রতিদিন কোথাও না কোথাও বার্মিজ সুপারি সহ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করছে পুলিশ। আর এই অভিযান আরও জোরদার ভাবে চলবে জেলাজুড়ে।  বুধবার শিলচর পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এসপি নুমুল মাহাতো এ কথা জানিয়েছেন। তিনি বলেন, অবৈধ্যভাবে সার, বার্মিজ সুপারী সহ অন্যান্য সামগ্রী সরবরাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে তারা সাফল্য লাভ করতে পেরেছেন। এবং এই অভিযান আরও তীব্রতর করা হবে বলে জানান তিনি।

এসপি বলেন, গত তিনদিনে পুলিশের  অভিযানে জেলার ধলাই ও কালাইন এলাকায় গ্রেফতার করা হয়েছে আট জনকে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ২৫ হাজার কেজি বার্মিজ সুপারি। ধলাইতে একটি লরিতে করে বার্মিজ সুপারি পাচারের সময় ধরা হয়েছে বরপেটা রোডের তাবলেব আলি ও বাকসার মোশারফ হক নামে দুজনকে। আর কালাইন এলাকায় অন্য তিনটি লরি থেকে একইভাবে সুপারি বাজেয়াপ্ত করে গ্রেফতার করা হয়েছে ওই এলাকারই সাজাহান উদ্দিন ও নাজিম উদ্দিন, খেলমা ষষ্ঠ খন্ডের দুই কলিম উদ্দিন (দুজনেরই নাম কলিম উদ্দিন) ও রাহুল ইসলাম এবং কালাইন চান্দপুর এলাকার সাদ্দাম হোসেন তালুকদারকে।
     

পুলিশ সুপার জানান, ধরপাকড় চললেও লরি বা অন্যান্য গাড়িতে গোপন কুঠুরি তৈরি করে বার্মিজ সুপারি পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাই পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে

Author

Spread the News