হাতিখালকে মাদক ব্যবসায়ীরা হাবে পরিণত করেছে : এসপি মাহাতো

পূর্ব সোনাইয়ের অভিযানে ১৪ কোটি টাকার মাদক উদ্ধার, বাজেয়াপ্ত বাড়ি ও কার_____

বরাক তরঙ্গ, ১ মার্চ : মঙ্গলবার পূর্ব সোনাইয়ে ম্যারাতন মাদক বিরোধী অভিযানে প্রায় ১৪ কোটি টাকার মাদক অর্থাৎ ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। বুধবার কাছাড়ের পুলিশসুপার নুমুল মাহাতো সাংবাদিক সম্মেলন করে অভিযানের কথা জানান। তিনি জানান, সোনাই থানার ওসি মানস হ্যান্ডিকের নেতৃত্বে ও ২৯ আসাম রাইফেলস এবং কচুদরম পুলিশের সহযোগিতায় অভিযান চলে। দুপুর থেকে রাত অবদি অভিযান চালিয়ে তিন কেজি ব্রাউন সুগার, পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি দু’জনকে আটক করা হয়েছে। সঙ্গে একটি অল্টো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

হাতিখালকে মাদক ব্যবসায়ীরা হাবে পরিণত করেছে : এসপি মাহাতো
মঙ্গলবার রাতে হাতিখালে।

আটক করা হয়েছে নজরুল হক ও একলাস উদ্দিনকে‌। দুইজনের ঘর নতুন রামনগর। এই দুজনকে আটক করার পর কচুদরম চতুর্থ খন্ড এলাকায় এক কুখ্যাত ড্রাগস মাফিয়ার বাড়িতে শুরু হয়েছে অভিযান। হাতিখাল অঞ্চলে যার ঘরে এ ব্যবসা চলছিল সেই ঘর থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা, সঙ্গে দুই কোটি টাকার সম্পত্তি ও নগদ ৮০ হাজার টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। তিনি বলেন, এই দুই ব্যক্তি পলাতক রয়েছেন। প্রতিবেশী রাজ্যে আশ্রয় নিয়েছেন। সেই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে খুব শীঘ্রই তাদের ধরা হবে। এসপি এও বলেন, এই অঞ্চলকে মাদক ব্যবসায়ীরা হাব এ পরিণত করেছে। এলাকায় অভিযান আরও জোরদার করে তোলা হবে।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

Author

Spread the News