সোনাইয়ে রোড মার্চ প্রশাসনের

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শান্তি সম্প্রীতির উদ্দেশ্যে সোনাইয়ে রোড মার্চ করলো প্রশাসন। বুধবার বিকেলে সোনাই শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করা হয়। জনগণকে সচেতন করে তুলতে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনের লোকেরা মিছিল করেন। রোড মার্চে সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম, সোনাই থানার ওসি মানস সন্দিকৈ।

এ দিন সার্কল অফিসে সিও মারিয়া তানিমের পৌরহিত্যে শান্তি সম্প্রীতির উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনাই থানার ওসি মানস সন্দিকৈ, সোনাই পুরসভার চেয়ারপারসন সিলারানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, নূর আহমেদ বড়ভুইয়া, আজাদ হোসেন লস্কর, আওলাদ হোসেন লস্কর, সামসুল ইসলাম বড়ভূইয়া, রামকৃষ্ণ নাথ, জালাল আহমেদ মজুমদার, আব্দুল গণি, সজীব লস্কর, বাপন রাজ বড়ভূইয়া, বিবু রায়, দিপু কুমার দাস, বাপ্পি রায় সহ অন্যান্যরা।

সোনাইয়ে রোড মার্চ প্রশাসনের
সোনাইয়ে রোড মার্চ প্রশাসনের

Author

Spread the News