মিজোরামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ভাঙ্গার ব্যবসায়ী
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : মিজোরামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাঙ্গার মাছলি গ্রামের এক ব্যবসায়ী যুবক। দুর্ঘটনাটি সোমবার রাত দেড়টা নাগাদ মিজোরামের কনপই এলাকায় ঘটেছে। মাছলি গ্রামের বাসিন্দা তেরা মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী শাহনাজ উদ্দিন ওরফে শাহিন (৪২) একটি বোলেরো পিকআপে করে সবজি নিয়ে মিজোরাম যাচ্ছিলেন। কনপই এলাকায় যাওয়ার পর গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। অবস্থা বেগতিক দেখে চালক ও সহচালক লাফিয়ে পড়ে বেঁচে যান। মধ্যে ছিলেন শাহনাজ তিনি গাড়ি থেকে বের হতে পারেননি। প্রায় দেড়শ ফুট গভীর খাদে গিয়ে পড়ে গাড়িটি, ফলে ঘটনাস্থলে প্রাণ হারান শাহনাজ। ২৭ আগস্ট সকালে মিজোরাম পুলিশ এসে গভীর খাদ থেকে শাহনাজের মৃতদেহ উদ্ধার করে। এরপর মিজোরাম হাসপাতালে মরণোত্তর পরীক্ষার পর রাতেই মৃতদেহ মাছলি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
বুধবার সকাল সাড়ে দশটায় মাছলি বড় মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শাহনাজ রেখে গেছেন মা-বাবা, স্ত্রী ও চার বছরের এক কন্যা সহ আত্মীয় স্বজন। তরুণ এই ঘটনায় মাছলি গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।