সোনাই বিধায়ক প্রতিশ্রুতি মতো কাজ করেননি : আয়েশা সুলতানা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মে : অসম গণ পরিষদের সংখ্যালঘু পরিষদের সোনাইয়ে কর্মিসভা হয়। মঙ্গলবার সোনাই বিধানসভার অন্তর্গত কচুদরম বাজারে বিধানসভা ভিত্তিক অগপ দলের ভ্রাতৃ সংগঠন অসম সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরীর নেতৃত্বে এক কর্মিসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্যে অসম সংখ্যালঘু পরিষদের সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী বলেন, বর্তমান সোনাইয়ে এআইইউডিএফ দলের বিধায়ক রাজনীতির নামে শোষনতন্ত্র চালিয়ে যাচ্ছেন। ধীরে-ধীরে সোনাইবাসী কাছ থেকে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়িয়ে করিম উদ্দিন বড়ভূইয়া বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেইসব দেওয়া প্রতিশ্রুতির একাংশ কাজ হয়নি।

তিনি বলেন, একটা সময় এই সোনাইয়ে অগপ দলের বিধায়ক ছিলেন প্রয়াত আনোয়ার হোসেন লস্কর, তিনি জাতি-বর্ণ-নির্বিশেষে সোনাইবাসীর উন্নয়নের স্বার্থে কাজ করে গিয়েছিলেন, তা সোনাইবাসী অকপটে স্বীকার করতে লাগবে।মিত্রজোটের সরকার অসমে আসার পর সংখ্যালঘুদের ব্যাপক উন্নতি ঘটছে, কংগ্রেস দল সংখ্যালঘুদের ভোটের স্বার্থে ব্যবহার করেছে উন্নতির স্বার্থে নয়। আগামী দিনে অসম তথা বরাকের সংখ্যালঘুরা আরও প্রচুর পরিমাণে অগপ দলের ভ্রাতৃ সংগঠন অসম সংখ্যালঘু পরিষদে যোগ দিচ্ছেন এবং সংখ্যালঘুদের ন্যায্য অধিকার আদায় করার স্বার্থে।

সোনাই বিধায়ক প্রতিশ্রুতি মতো কাজ করেননি : আয়েশা সুলতানা

এ দিন অন্যান্যরা মধ্যে উপস্থিত ছিলেন অসম সংখ্যালঘু পরিষদের কাছাড় জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর, সম্পাদক আবদূর রহমান লস্কর ও আহমেদ হুসেন, সহ-সভাপতি ইমাদ হুসেন মজুমদার, সাজিদ মঈন উদ্দিন মজুমদার, সোনাই বিধানসভার সংখ্যালঘু পরিষদের সভাপতি নজরুল হক লস্কর, সম্পাদক আজমল হুসেন লস্কর, সফিক আহমেদ সহ-সভাপতি নেকবুল হুসেন লস্কর সহ অন্যান্যরা।

Author

Spread the News