সোনাই ব্লক কংগ্রেসের ইফতার মহফিল

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : সোনাই ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এক ইফতার মহফিল অনুষ্ঠিত হল সোনাইয়ে। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই শহরের এক বিবাহ ভবনে ইফতার মাহফিলে সম্প্রীতির বার্তা দেয় ব্লক কংগ্রেস। ইফতার মহফিলে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা।

সোনাই ব্লক কংগ্রেসের ইফতার মহফিল

ইফতার মহফিলের আগে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া ওরফে আক্কা। শান্তি সম্প্রীতি কায়েমের উদ্দেশে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। ইফতারের আগে সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করেন সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মওলানা নূরুন্নবী বড়ভূইয়া। সব জাতি ও জনগোষ্ঠীদের নিয়ে কংগ্রেস দল কাজ করছে বলে মন্তব্য করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। ইফতার মহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহ, জাবেদ আক্তার লস্কর  সহ ব্লক কংগ্রেস ও মণ্ডল কংগ্রেসের নেতা কর্মীরা।

সোনাই ব্লক কংগ্রেসের ইফতার মহফিল

Author

Spread the News