রেললাইন সাফাই চলাকালীন ট্রেনে কাটা পড়ে মৃত্যু চার কর্মীর
৩ নভেম্বর : রেললাইনে চলছিল আবর্জনা সাফাইয়ের কাজ। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা দুরপাল্লার ট্রেন পিষে দিয়ে গেল সাফাইকর্মীদের। শনিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কেরলের পালাক্কড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের। এই ঘটনায় ৩ শ্রমিকের দেহ উদ্ধার হলেও চতুর্থ শ্রমিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, শনিবার দুপুরে পালাক্কড় জেলার শোরানুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুপুর ৩টে নাগাদ শোরানুর রেলসেতুর কাছে রেল লাইন থেকে আবর্জনা পরিস্কার করছিলেন শ্রমিকরা। কাজে মগ্ন ছিলেন ৪ জন শ্রমিক। তাঁরা খেয়ালও করেননি পিছন দিক থেকে ছুটে আসছে তিরুঅনন্তপুরমগামী কেরল এক্সপ্রেস। কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেন ধাক্কা মারে শ্রমিকদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।