রেকর্ড ভিড়, যানজটে নাকাল সোনাবাড়িঘাট, পুলিশের সঙ্গে হাতাহাতি

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ঈদের দিনে সোনাইয়ের সোনাবাড়িঘাট বাজারে রেকর্ড ভিড় হয়। সৃষ্টি হয় তীব্র যানজটের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটে স্তব্ধ হয়ে পড়ে পূর্ত ও জাতীয় সড়ক। প্রায় বিকেল তিনটে অবদি যানজটের মধ্যেই ছিল বাজার এলাকা। যানজট মুক্ত করতে হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনের। যানজট মুক্ত করতে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির বিশাল টিম সহ তিনজন ট্রাফিক পুলিশ ও স্থানীয় সমাজকর্মীরা ঘন্টা তিনেক এক যুদ্ধ করতে হয়েছে। প্রখর রোদে স্থানীয় যুবকরা প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বেশ কিছুক্ষণ ছিলেন জিপি সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া।  এরমধ্যেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। এক যুবকের সঙ্গে পুলিশ কর্মীর হাতাহাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক সহ তিনজন একটি ডিজেল অটোর মধ্যে বসে ছিল। যানজটের সময় অটোটি পয়েন্টে দাঁড় করে রাখে। তখন পুলিশ কর্মী আপত্তি করলে যুবক তাঁর ওপর ক্ষেপে যান। ধাক্কাও মারেন। এরপর পুলিশ তাকে ধরে নেওয়ার সময় ফের বাড়াবাড়ি করে বলে জানা যায়।  সেসময় তার সাঙ্গপাঙ্গরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করতে উদ্যোগ নেয়। তাদের চরম অবস্থা দেখে স্থানীয় ভিডিপি কর্মীরা ও নিউ ইয়ং স্টার ক্লাবের কর্মকর্তারা চড়াও হন। সেখান থেকে উশৃঙ্খল যুবকদের তাড়িয়ে দেন। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু যানজট লেগেই থাকে। ছুটে আসে সিআরপিএফও।

রেকর্ড ভিড়, যানজটে নাকাল সোনাবাড়িঘাট, পুলিশের সঙ্গে হাতাহাতি

বিকেলের দিকে বাহনের সংখ্যা ও শিশুরা কমলে যানজট থেকে মুক্তি পায় বাজার। এ বছর শিশু ও কিশোর-কিশোরীরদের ভিড় ছিল লক্ষণীয়।
এ দিকে, সোনাবাড়িঘাট বাইপাসে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়াও সোনাবাড়িঘাট বাজার সংলগ্ন এলাকায় এক মারপিটের ঘটনা ঘটে।

Author

Spread the News