সামাজিক মাধ্যম প্রচারের এক শক্তিশালী হাতিয়ার : কনাদ

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির করিমগঞ্জ জেলার স্যোসাল মিডিয়া ও আইটি কোষ পরিকাঠামোকে আরও সক্রিয় করার উদ্দেশ্যে সোমবার দলের করিমগঞ্জ জেলা কার্যালয়ে জেলা ও মণ্ডলের দু’টি কোষের পদাধিকারী ও সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির করিমগঞ্জ জেলা প্রভারী তথা অসম প্রদেশ কমিটির অন্যতম সম্পাদক কনাদ পুরকায়স্থ। 

স্যোসাল মিডিয়া ও আইটি কোষ নিয়ে সভা করিমগঞ্জ বিজেপির____

এদিন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় জেলা প্রভারী কনাদ পুরকায়স্থ বর্তমান সময়ে প্রচারের ক্ষেত্রে স্যোসাল মিডিয়া ও আইটি-র সঠিক ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। তিনি বলেন, এক সমীক্ষায় দেখা গেছে সমগ্র বিশ্বে প্রায় ৪৬২ কোটি লোক সামাজিক মাধ্যম ব্যবহার করছেন এবং গড়ে প্রতিদিন এই প্রতিজন ব্যক্তি আড়াই ঘন্টা করে এতে সক্রিয় থাকছেন। ভারতবর্ষে প্রায় ৫২ কোটি লোক সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত। এতেই সামাজিক মাধ্যমের গুরুত্ব অনুমান করা যায়। তিনি বলেন, এই বিশাল জনসমুদায়ের কাছে দল এবং সরকারের কাজকর্ম ও উপলব্ধি সঠিক ভাবে উপস্থাপন করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আরও বলেন, এই শক্তিশালী মাধ্যমকে প্রভাবীরূপে কাজে লাগিয়ে দলের সামাজিক মাধ্যমের দায়িত্বপ্রাপ্ত কার্য্যকর্তাদের সেই কাজ করতে হবে।

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে জেলা স্যোসাল মিডিয়ার আহবায়ক পাপ্পু কুরি, আইটি আহবায়ক রাজদীপ পোদ্দার, করিমগঞ্জ জেলা বিজেপির দুই সাধারণ সম্পাদক দিলীপ দাস ও নির্মল বনিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য।

Author

Spread the News