১০টি পাচার করা গরুসহ চোরাকারবারি আটক
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : মানকাচারে মঙ্গলবার রাতে পাচারকৃত গরু বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১০টি পাচার করা গরুসহ চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে পাইকান্দি এলাকা থেকে ফিরাজুল হক নামে এক গরু ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
ফিরাজুল হক সুখচর সমবায় সমিতির সদস্য। খাওড়া থেকে গরু বিক্রির অভিযোগে এর আগেও জেল খেটেছেন ফিরাজুল হক।
সুখচরের ফিরোজুল হক পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। গরু বাজেয়াপ্ত করার সময় পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ গরুগুলো বাজেয়াপ্ত করার পর ফিরোজুল হক গরুগুলো তার নিজের বলে ছেড়ে দেওয়ার হুমকি দিলে পুলিশ রাতে তাকে আটক করে।