স্মার্ট মিটার : বিক্ষোভ নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও কৃষক সভার
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : স্মার্ট মিটার বাতিলের দাবিতে শ্রীকোণায় বিক্ষোভ দেখালো নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভা। বৃহস্পতিবার দুই সংগঠনের কর্মকর্তারা স্মার্ট মিটার বাতিলের দাবিতে শ্রীকোণা ডেইলি বাজারে প্রতিবাদ জানালেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষক সভার জেলা সম্পাদক সুভাষ দেব বলেন, অতিসত্বর স্মার্ট মিটার বাতিল না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন সংগঠন গুলো। বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিও জানান। তাঁরা আরও বলেন, গ্রামাঞ্চলের স্মার্ট মোবাইল না থাকা লোকরা দুশ্চিন্তায় ভুগছেন। যে কোন সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে এমন আতঙ্ক তাড়া করছে। তাঁরা এসব কথা উল্লেখ করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে শ্রীকোণা কমপ্লেইন্ট সেন্টারের কর্মকর্তার মাধ্যমে এপিডিসিএল এজিএমের কাছে স্মারকপত্র প্রদান করেন।