মেঘালয়ের জয়ন্তিয়া হিলসে আওয়ামি লিগের নেতার লাশ উদ্ধার

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : বাংলাদেশের আওয়ামি লিগের একজন বিশিষ্ট নেতার অর্ধ-গলিত মৃতদেহ মেঘালয়ের জয়ন্তিয়া হিলস জেলায় আবিষ্কৃত হয়েছে। উদ্ধার হওয়া নেতার নাম ইসহাক আলি খান পান্না। ২৬শে আগস্ট ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে অবস্থিত একটি সুপারি বাগানে তার লাশ পাওয়া যায় বলে জানা গেছে।

বাংলাদেশ ছাত্রলিগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পান্না ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কর্তৃপক্ষকে এড়িয়ে চলছিলেন। তার পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

এদিকে, অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য তার মরদেহ খলিহরিয়াত সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে যে পান্না সীমান্ত অতিক্রম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, ময়নাতদন্তের ফলাফল বাকি রয়েছে।আরও তদন্ত চলছে। 

মেঘালয়ের জয়ন্তিয়া হিলসে আওয়ামি লিগের নেতার লাশ উদ্ধার
মেঘালয়ের জয়ন্তিয়া হিলসে আওয়ামি লিগের নেতার লাশ উদ্ধার

Author

Spread the News