স্কিল ডেভলপমেন্ট মিশনের সহযোগিতায় রাধামাধব কলেজে স্কিল যাত্রার সূচনা

বরাক তরঙ্গ, ১২ মার্চ : নব প্রজন্মের মধ্যে দক্ষতা বিকাশে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাধামাধব কলেজ আইকিউএসি-র উদ্যোগে ও অসম স্কিল ডেভলপমেন্ট মিশনের আন্তরিক সহযোগিতায় মঙ্গলবার শিলচর রাধামাধব কলেজে স্কিল যাত্রার সূচনা করা হয়।

এদিন কলেজ অধ‍্যক্ষ ডঃ দেবাশিস রায়ের পৌরোহিত্যে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসম স্কিল ডেভলপমেন্ট মিশনের দায়িত্ব প্রাপ্ত স্টেট প্রজেক্ট ম্যানেজার মীর শাকিল রহমান। উপস্থিত ছিলেন আইকিউএসির কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, অধ্যাপিকা নম্রতা নাথ, শবনম সারংশা, ড. আশিসতরু রায়, অসম স্কিল ডেভলপমেন্ট মিশনের কাছাড় জেলা প্রশিক্ষক রোমান্স কিশোর ফুকন, মসরুর আহমেদ তালুকদার, ঋতুপর্ণা দাস, সুষমা ভৌমিক সহ অন্যান্যরা। 

শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান কলেজ অধ‍্যক্ষ ড. দেবাশিস রায়। পরে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে অধ‍্যক্ষ বলেন, এই স্কিল যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটা স্বপ্নের প্রজেক্ট। প্রধানমন্ত্রীর নির্দ্দেশে কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা গৃহীত এক প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে নব প্রজন্মের মধ্যে শিল্প কৌশল ও কারিগরি কর্মপদ্ধতির প্রতি বিকাশমূলক চিন্তাভাবনার জাগরণ ঘটবে। ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে এবং ভবিষ্যত নির্মাণে এসব তাদের কাজে লাগবে বলে মন্তব্য করেন অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় ।

স্কিল ডেভলপমেন্ট মিশনের সহযোগিতায় রাধামাধব কলেজে স্কিল যাত্রার সূচনা

এদিনের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিরা কলেজ পড়ুয়াদের এ ধরণের কৌশলী ও উন্নতিমূলক বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করার উপদেশ প্রদান করেন। এর ফলে নব প্রজন্ম এক সুদৃঢ় ভবিষ্যতের পথে এগিয়ে আসতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ নবনিতা দেবনাথ । 

পরবর্তীতে অসম স্কিল ডেভলপমেন্ট মিশনের দায়িত্ব প্রাপ্ত স্টেট প্রজেক্ট ম্যানেজার মীর শাকিল রহমান এবং তার সহযোগিরা কলেজ পড়ুয়াদের এই প্রকল্পের অধীনে গৃহীত বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন। মীর শাকিল রহমান নিজের বক্তব্যে বলেন চিন, আমেরিকার মতো দেশগুলি আজকের দিনে উন্নত দেশ এবং ভারত এখনও উন্নয়নশীল দেশ কেননা চিন, আমেরিকার মানুষ নিজেরাই আত্মনির্ভরশীল বিপরীতে আমাদের দেশের মানুষ আজও স্বনির্ভর হতে পারেনি বেশিরভাগ ক্ষেত্রেই ওরা অন্যের উপর নির্ভরশীল। গতিকে নব প্রজন্মের শিক্ষিত ছেলে মেয়েদেরকে সুদৃঢ় ভবিষ্যতের পথ দেখাতেই স্কীল যাত্রার সূচনা করা হয়েছে। এদিন ছাত্রছাত্রীদের ‘সাইকোমেট্রিক টেস্ট’ গ্রহণ করে তাদের স্কিল সংক্রান্ত শংসাপত্র ও প্রদান করা হয়।

Author

Spread the News