“সবার হৃদয়ে রবীন্দ্রনাথ” অনুষ্ঠান সম্পন্ন
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : “সবার হৃদয়ে রবীন্দ্রনাথ” অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যেগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি অসম বিধানসভার উপাধ্যক্ষ নুমান মুমিন, অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, এএসটিসির চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, সরস্বতী বিদ্যানিকেতনে প্রধান আচার্য অঞ্জন গোস্বামী, আয়োজক সমিতির উপদেষ্টা সুলেখা দত্ত চৌধুরী ও সৌমিত্র পাল, সভাপতি ডাঃ দেবতোষ পাল।
এই অনুষ্ঠানে বাঙালি, অসইয়া, মণিপুরী, চ-বাগান, ডিমাসা সহ নানা ভাষা গোষ্ঠীর শিল্পীরা নাচে গানে কবি প্রণাম জানান।