জানুয়ারিতে নবীন শিক্ষকদের দক্ষতা বিকাশ কর্মসূচি আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : সমাজ বিজ্ঞানের নবীন শিক্ষকদের জন্য গবেষণা পদ্ধতি বিষয়ক ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আয়োজন করছে আসাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হবে আগামী ১৯ থেকে ৩০ জানুয়ারি। বিভাগীয় কনফারেন্স হলে আয়োজিত ১২ দিনের এই কর্মসূচির পৃষ্ঠপোষকতায় থাকছে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অন্তর্গত ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ।

আয়োজকদের পক্ষে ড. দীপজ্যোতি চৌধুরী জানিয়েছেন, এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে সমাজ বিজ্ঞানের নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ও অ্যাকাডেমিক উৎকর্ষ বৃদ্ধি করা। কর্মসূচিতে গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ কৌশল, অ্যাকাডেমিক লেখার ধরন, প্রকাশনার প্রক্রিয়া ও গবেষণায় নৈতিকতার মতো বিষয়ে আলোচনা করা হবে। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট বিশেষজ্ঞরা।

ড. চৌধুরী জানান, অর্থনীতি, বাণিজ্য প্রশাসন, বাণিজ্য সহ সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখার নবীন শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এছাড়াও যোগ দিতে পারবেন দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের গবেষকরাও। নির্বাচিত প্রার্থীদের কোনও রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে না। নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে।

ইচ্ছুক আবেদনকারীরা এব্যাপারে আরও তথ্যের জন্য বিভাগীয় ডিন অধ্যাপক এইচ রামানন্দ সিং (৯৪৩৫১৭২৯৫১) অথবা ড. দীপজ্যোতি চৌধুরীর (৯৪০১২৯৪৬৯৬) সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া যোগাযোগ করতে পারবেন cbp.dba.au@gmail.com ইমেলেও। নির্বাচিতদের নাম ৫ জানুয়ারি ইমেলের মাধ্যমে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *