আক্রান্ত চিত্র সাংবাদিক, আটক ছয়
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : ত্রিপুরায় ফের আক্রান্ত সাংবাদিক। পুলিশি তদন্তে আটক করা হয়েছে ছয় অভিযুক্তকে। জানা যায়, নিজ কর্তব্য শেষে রাতের আঁধারে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত হলেন সুজিত আচার্য নামে এক চিত্র সাংবাদিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ত্রিপুরার রাজধানীর সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায়।
জানা গেছে, রবিবার অনুকুল ঠাকুরের রাজ্যভিত্তিক জন্ম দিবস উদযাপন অনুষ্ঠান ছিল মলয়নগরে।এই অনুষ্ঠানের সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন চিত্র সাংবাদিক সুজিত আচার্য। রাত সাড়ে দশটা থেকে ১১ টার মধ্যে যাবতীয় কাজ সম্পন্ন হওয়ার পর মেশিন ও অন্যান্য জিনিসপত্র বহনকারী গাড়ি অনুষ্ঠান স্থলে পৌঁছাতে দেরি করে। একাধিকবার ফোন করার পর সংশ্লিষ্ট গাড়িটি রাত প্রায় দুটোর সময় অনুষ্ঠান স্থলে যায়। এ নিয়ে গাড়ি চালকের সুজিত আচার্যের কথা কাটাকাটি হয়। পরবর্তী সময়ে মালপত্র গাড়িতে তুলে সাংবাদিক সুজিত আচার্য বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখন তার পেছন পেছন একটি গাড়ি ধাওয়া করতে শুরু করে।
গাড়ি রাজধানীর সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায় সুজিতের বাইকে পেছন দিক থেকে ধাক্কা মারে। এতে গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সুজিত আচার্য। তখনই গাড়ি থেকে ৫-৬ জনের এক দুষ্কৃতী দল নেমে তাঁকে বেধড়ক মারতে শুরু করে বলে অভিযোগ। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।এমন সময় পেছন দিক থেকে একটি গাড়ি আসতে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। পরে আমতলী থানার পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্তে নেমে এ কাণ্ডে জড়িত সন্দেহে ছয় অভিযুক্তকে গ্রেফতার করে। এতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।