গুয়াহাটি মেট্রো পুলিশের অভিযানে ধৃত সাত কুখ্যাত ডাকাত
২৫ নভেম্বর : গুয়াহাটি মেট্রো পুলিশের অভিযানে সাত কুখ্যাত ডাকাতকে পাকড়াও করা হয়েছে। ধৃত সাত ডাকাত বরপেটা এবং দরং জেলার বাসিন্দা যথাক্ৰমে সাদেক আলি, দিলোয়ার খান, আকবর আলি, লোকমান আলি, আবু বক্কর সিদ্দিক, সৈদুল রহমান এবং জয়নাল আবেদিন।
রবিবার মহানগরীর লতাশিল থানার লতাশিল ওসি জ্যোতিষ্মান নেওগ এ খবর জানিয়েছেন। ওসি জানান, কয়েকদিন ধরে ডাকাতের এই দল মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি সহ নানা ধরনের অপরাধজনিত ঘটনা সংগঠিত করছিল। ডাকাতদের ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছিল। এরই মধ্যে নির্ভরযোগ্য এক গোপন তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশের দল অভিযান চালিয়ে ডাকাতের এই দলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তাঁরা। ওসি জ্যোতিষ্মান নেওগ আরও জানান, ডাকাতের এই দল গতকাল রাতে গুয়াহাটিতে ডাকাতি করে দরঙে গিয়ে আত্মগোপন করেছিল। সেখান থেকে তাদের ধরা হয়েছে।