মনোরঞ্জন তালুকদারের প্রচারে বরপেটায় সীতারাম ইয়েচুরি

বরাক তরঙ্গ, ৪ মে : বরপেটা লোকসভা কেন্দ্রে বিরোধীদের সমর্থিত সিপিআইএম প্রার্থী মনোরঞ্জন তালুকদারের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শনিবার সরভোগ স্টেডিয়ামে প্ৰাক্তন বিধায়ক এবং প্রবীণ সিপিএম নেতা হেমেন দাসের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা ছিলেন, সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি বক্তব্যে দেশে ঘৃণা ছড়ানোর জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন। কখনও ধর্মের নামে আবার কখনও জাতপাতের নামে ক্ষমতা ভাগাভাগি করে দেশকে রসাতলে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মানুষকে বিভক্ত করাটা বিজেপিরই কাজ বলেও উল্লেখ করেন।

মোদি দেশে শুধু ঘৃণা ছড়াচ্ছেন : সিপিএম____

এক বছর ধরে মণিপুরে অসহিংসতা চলছে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব   রয়েছেন। নরেন্দ্র মোদি সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত যে কেউ সরকারের বিরুদ্ধে কিছু বললে তাকে ইডি এবং সিবিআই লাগিয়ে জেলে দেয়। ইলেক্ট্ৰরোল বন্ডে দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে উল্লেখ করে বলেন বিজেপি সবচেয়ে বড় দুর্নীতিবাজ। দেশের পুঁজিপতিদের ১৬ লাখ কোটি টাকা ঋণ মাফ করেন কিন্তু ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আত্মহত্যা করা কৃষকদের ঋণ মাফ করে না পুঁজিবাদী সরকার৷

মনোরঞ্জন তালুকদারের প্রচারে বরপেটায় সীতারাম ইয়েচুরি
বক্তব্য রাখছেন সমাবেশের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক হেমেন দাস।

দেশে বেকারত্বের হার বর্তমানে ৪২ শতাংশে রয়েছে। তিনি বলেন, বিজেপি সরকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কোনও ব্যবস্থা নেয়নি এবং বিজেপির ‘আভকি বার চারশ পার’ স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, বিজেপি এবার জিতলে নরেন্দ্র মোদি সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে কবর দেবেন বলেও উল্লেখ করেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷
গত বিধানসভা নির্বাচনে মনোরঞ্জন তালুকদারকে আপনারা ভোট দিয়ে বিধায়ক হিসেবে নিৰ্বাচন করে দিশপুরে পাঠিয়েছিলেন৷ “এবার আপনারা মনোরঞ্জন তালুকদারকে ভোট দিয়ে এমপি হিসাবে আপনাদের কথা বলার জন্য দিল্লিতে পাঠাতে হবে, বলেন ইয়েচুরি।

মনোরঞ্জন তালুকদারের প্রচারে বরপেটায় সীতারাম ইয়েচুরি

সিপিআই দলের নেতা কণক গগৈ বিজেপিকে ফ্যাসিবাদী সরকার বলে অভিহিত করেছেন এবং যে কোনো মূল্যের বিনিময়ে এনডিএকে পরাজিত করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। এটা লজ্জাজনক যে বরপেটার কংগ্রেস প্রার্থী বিজেপির মুখ্যমন্ত্রীর মায়ের আশীর্বাদ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন,” তিনি বলেছেন। তিনি আরও বলেছেন যে কোনও কারণে কংগ্রেস প্রার্থী জয়ী হলে তিনি বিজেপিতে যোগ দেবেন। এ ছাড়াও জনসভায় বক্তব্য রাখেন সিপিআই (এম) নেতা বিবেক দাস, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের নেতা হরেন বরগোঁহাই, এনসিপির নেতা পরেশ বরুয়া প্রমুখ।

Author

Spread the News