শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের “রিমেম্বার আওয়ার হিরোজ” অনুষ্ঠান সম্পন্ন

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : প্রতিবারের মতো এবারেও জেলাকে গৌরবান্বিত করা এক ঝাঁক খেলোয়াড়দের সম্মানিত করল শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব (এসভিসিসি)। ক্লাবের এটা অষ্টম বার্ষিক সম্মাননা অনুষ্ঠান। রবিবার স্থানীয় কল্পতরু হোটেলে তাদেকে সম্মান জানাতে তাদের “রিমেম্বার আওয়ার হিরোজ” শীর্ষক  অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে এসভিসি।

একঝাঁক খেলোয়াড়দের সম্মাননা, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মৃণাল, রাইহান ও প্রীতম, সম্মানিত আব্দুল মজিদ

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সহসভাপতি আশুতোষ রায়, নন্দুদুলাল রায়, সাধারণ সচিব অতনু ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি বাবুল হোড়, ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের সভাপতি অনিরুদ্ধ লস্কর ও সচিব হিমাদ্রি শেখর দাস, দীপঙ্কর দেব, তথাগত দেবরায়, শুভাশিস চৌধুরী, অভিজিৎ দাস, রতন দেব, অমিত পাল, দেবব্রত পাল সহ সংস্থার সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে এক এক করে বিগত মরশুমে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্ব কারী শিলচরের চার ক্রিকেটার সহ  উদীয়মান ক্রিকেটার ( মহিলা ও পুরুষ ) জেলার প্রথিতযশা ফুটবলার, শাটলার, হকি খেলোয়াড় ও অন্যান্য বিভাগে পারদর্শীদের বিশেষ সম্মানে সম্মানিত করা করা হয়। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের দেয়া হয় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার গ্রহণ করেন প্রাক্তন ফিফা সহকারি রেফারি তথা এআইএফ এফের রেফারি অ্যাসেসর মৃণাল কান্তি রায়,  একই পুরস্কার গ্রহণ করেন ক্রিকেটে রঙিন ইতিহাস ছাপিয়ে অবসর নেয়া দুই ক্রিকেটার  রায়হান জামিল মজুমদার ও প্রীতম দাস।

এদিন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার গ্রহণ করেন অভিষেক দেব, বর্ষসেরা মহিলা ক্রিকেটারের  সম্মাননা ঊর্মিলা চ্যাটার্জির হয়ে গ্রহণ করেন তার পিতা। উদীয়মান খেলোয়াড়ের মধ্যে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান গ্রহণ করেন অনিকেত বাসফর ও মণি ভার্মা। এছাড়া প্রতিশ্রুতিভাবান ক্রিকেটারের ক্যাটাগরিতে পুরস্কার গ্রহন করেন দেবজিত দাস (ছেলে) ও অনসু নাথ রাম (মেয়ে)। তাছাড়া ফুটবলে জাতীয় রেফারি আব্দুল মাজিদ চৌধুরী, দুই ফুটবলার ভিকি সিন্ডাই ও নিবিড়জ্যোতি শ‌ইকিয়া, হকি খেলোয়াড় সৌরভ হাজাম এবং ব্যাডমিন্টনে অনূর্ধ্ব সাত গ্রুপে রাজ্য র‍্যাঙ্কিং আসরে চ্যাম্পিয়ন শিবাংশ সাউকে বিশেষ সম্মানে সম্মানিত করে এসভিসিসি।

শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের "রিমেম্বার আওয়ার হিরোজ" অনুষ্ঠান সম্পন্ন

এদিকে, গত মরশুমে একসঙ্গে রনজি দলে খেলা শিলচরের চার ক্রিকেটার রাহুল সিং, অভিষেক ঠাকুরি, পারভেজ মুশারফ ও দিবাকর জোহরিকে সম্মানিত করা হয়। বিশেষ কারণে সবাই বাইরে তাদের হয়ে পুরস্কার গ্রহণ করেন তাদের পরিচিত এসভিসি সদস্যরা।

শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের "রিমেম্বার আওয়ার হিরোজ" অনুষ্ঠান সম্পন্ন
শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের "রিমেম্বার আওয়ার হিরোজ" অনুষ্ঠান সম্পন্ন

Author

Spread the News