রূপক চক্রবর্তী ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শিলচরের সোনাই রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এএস-১১-বিসি-০৯৮২ নম্বরের একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হলিক্রস স্কুলের উল্টোদিকে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফরমারে ধাক্কা মারে। এতে ট্রান্সফরমার সম্পূর্ণ ভেঙে মাটিতে পড়ে যায় এবং অঞ্চলটি অন্ধকারে ডুবে যায়।দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের তৎপরতায় গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাটি বৃহস্পতিবার রাতে আনুমানিক তিনটা নাগাদ।
এ দিকে, ট্রান্সফরমার ধ্বংস হওয়া কারণে সোনাই রোড এলাকার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এবং প্রতিবেদন লেখা পর্যন্ত সংযোগ স্থাপন সম্ভব হয়নি। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ করলেও স্বাভাবিক হয়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মনোনিবেশ করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ডাম্পার গাড়িটি হয়তো অতিরিক্ত গতিতে ছিল অথবা চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।


