শিলচর আঞ্চলিক সম্মেলন এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : এআইডিএসও’র ৩’য় শিলচর আঞ্চলিক সম্মেলন শিলচরের সরকারি পেনসনার্স ভবনে অনুষ্ঠিত হয়। সোমবার শুরুতে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহিদ বীরাঙ্গনা কনকলতার পথিকৃৎ বসিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আঞ্চলিক সম্মেলনের মুখ্য বক্তা এআইডিএসও’র রাজ্য কমিটির অন্যতম সহ-সভাপতি হিল্লোল ভট্টাচার্য, সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, জেলা কমিটির সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, জেলা কমিটির কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, শিলচর আঞ্চলিক কমিটির সহ সভাপতি বিপ্লব ঘোষ, সম্পাদক আপন লাল দাস সহ উপস্থিত ছাত্র ছাত্রী প্রতিনিধিরা। বিপ্লব দাসের সভাপতিত্বে পরিচালিত প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন হিল্লোল ভট্টাচার্য।

তিনি বলেন, কেন্দ্র সরকার শিক্ষার বেসরকারিকরণ ও ব্যক্তিগতকরণ ঘটানোর লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি, ২০২০ প্রনয়ণ করে। এই শিক্ষা নীতি চালুর পর সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। এই নীতি চালুর পর সরকারি স্কুলের পঠনপাঠনের উপর ভরসা করতে না পেরে অভিভাবকরা সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ব্যক্তিগত খণ্ডের স্কুলে ভর্তি করাচ্ছেন। এতে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে এবং এই অজুহাতে বিভিন্ন রাজ্য সরকার এবং অসম সরকার একের পর এক সরকারি বন্ধ করে দিচ্ছে। এরফলে ভবিষ্যতে শিক্ষা অর্জন একটি ব্যয়বহুল ব্যবস্থা হয়ে দাঁড়াবে। যা দেশের মনীষীদের চিন্তার সম্পূর্ণ পরিপন্থী। তিনি সবাইকে এর বিরুদ্ধে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আঞ্চলিক সম্মেলনের প্রতিনিধি সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন আপন লাল দাস।

সম্পাদকীয় প্রতিবেদন পাঠের পর সংশোধনী সহ তা গৃহীত হয়। আঞ্চলিক সম্মেলনে রীতা বাগতিকে সভাপতি ও তুতন দাসকে সম্পাদক মনোনীত করে ২৪ সদস্যের শিলচর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন স্বাগতা ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস ও পল্লব ভট্টাচার্য।

শিলচর আঞ্চলিক সম্মেলন এআইডিএসও'র

এছাড়াও গত ৩০ আগস্ট শ্রীকোণায় এআইডিএসও’র প্রথম আঞ্চলিক সম্মেলন সংগঠনের জেলা কমিটির অন্যতম সদস্য স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে ১৭ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়। গত রবিবার ১ সেপ্টেম্বর সকালে জেলা কমিটির অন্যতম সদস্য বাবলী দাসের সভাপতিত্বে প্রথম নিউ শিলচর আঞ্চলিক সম্মেলন কনকপুরে অনুষ্ঠিত হয়। সেদিন বিকেলে আশ্রয় রোডে জেলা কমিটির অন্যতম সদস্য শিবু বৈষ্ণবের সভাপতিত্বে আশ্রম রোডে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পশ্চিম শিলচর আঞ্চলিক ছাত্র সম্মেলন। সংগঠনের জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস বলেন, আগামী ১ অক্টোবর শিলচরে সংগঠনের ৫’ম কাছাড় জেলা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে ও ২৭, ২৮, ২৯ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে সংগঠনের দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলন।

শিলচর আঞ্চলিক সম্মেলন এআইডিএসও'র
শিলচর আঞ্চলিক সম্মেলন এআইডিএসও'র

Author

Spread the News