প্রিপেড মিটার প্রত্যাহারের দাবিতে নাগরিকদের প্রতিবাদে উত্তাল শিলচর

পুলিশ ও জনতার টানাহেঁচড়া____

বরাক তরঙ্গ, ১৫ মে : প্রিপেড মিটার প্রত্যাহারের দাবিতে সোমবার নাগরিকদের প্রতিবাদে কেঁপে উঠল গোটা শিলচর শহর। এদিন শিলচর শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তীর পাদদেশে জমায়েত হয়ে শতাধিক নাগরিকরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রিপেড মিটারের বিরোধিতা করে শিলচরে নাগরিকদের প্রতিবাদ মিছিল বের হতেই পুলিশ মিছিলে বাঁধা দান করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

প্রিপেড মিটার প্রত্যাহারের দাবিতে নাগরিকদের প্রতিবাদে উত্তাল শিলচর

মিছিল চলাকালীন পুলিশ ও জনতার মধ্যে ঠেলাধাক্কা ও হাতাহাতি শুরু হয়। পরে পুলিশকে পেছনে ফেলে শতাধিক মানুষের মিছিলটি এগিয়ে চলে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে। অতিসত্বর প্রিপেড মিটার প্রত্যাহার করা না হলে আগামীতে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে বলে কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারী দিয়েছেন তাঁরা। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে মিছিলে এসইউসিআই, কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিভিন্ন দল সংগঠন ও শহরের শিক্ষাবিদ বুদ্ধিজীবীরাও উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News