জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিলচর–ফুলেরতল সড়ক হয়ে কনকপুর সংযোগকারী বর্তমান সেতুটি ১৮ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল প্রকার ভারী যানবাহনের চলাচলের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে পুরনো সেতুটি ভেঙে নতুন আরসিসি সেতু নির্মাণের কাজ শুরু হবে।
লোকনির্মান সড়ক বিভাগ শিলচর ও উধারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুই চাকা ও তিন চাকার যানবাহন নবনির্মিত অংশ দিয়ে চলাচল করতে পারবে। তবে অন্য সকল প্রকার যানবাহনকে “নাথপাড়া রোড হয়ে বেরেঙ্গা” রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
জনগণের সাময়িক অসুবিধার জন্য বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এবং নাগরিকদের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে যাতে কাজটি নির্ধারিত সময়ে সফলভাবে সম্পন্ন করা যায়।
নতুন সেতুটি নির্মাণ সম্পন্ন হলে যান চলাচলের সুবিধা, সড়ক নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


