শিলচর-জয়ন্তীয়া সড়ক অবরোধে উত্তাল বড়খলা

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : সেডো সহ বিভিন্ন সংগঠনের ডাকে শিলচর-জয়ন্তীয়া সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠল বড়খলা। বুধবার সকাল থেকেই শিলচর-জয়ন্তীয়া সড়ক অবরোধে সামিল হলেন বড়খলার ক্ষুব্ধ জনতা। অসম সরকার হায় হায়, বিধায়ক মিসবাহুল ইসলাম মুর্দাবাদ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তুলেন ক্ষুব্ধ জনতা। যতক্ষণ না কাছাড়ের জেলাশাসক এসে যাবতীয় অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেবেন না, ততক্ষণ অবরোধ চলবে বলে হুঙ্কার প্রতিবাদী জনতার। তাছাড়া শীঘ্রই সড়কে অসম মালার সড়ক সংস্কারের বরাতপ্রাপ্ত ঠিকাদার কোম্পানিকে, কাজ থেকে বহিষ্কারের দাবি তুলেন।

তাঁরা অভিযোগ তুলেন এক বছর ধরে শিলচর-জয়ন্তীয়া সড়কে অসম মালার আওতায় শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ। শুরু থেকেই নির্মাণ সংস্থার মর্জিমাফিক কাজের ফলে সাধারণ মানুষ বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন। বারবার তাদের সমস্যা জানিয়ে আসলেও কোনও সুরাহা হয়নি। আর বর্ষা আসতেই চরম সমস্যার মুখে পড়েছেন জনতা।জল নিষ্কাশনের নালা, ড্রেন, কালভার্ট অনৈতিকভাবে বন্ধ করে সড়ক নির্মাণের নামে চরম ভোগান্তির মুখে মানুষ। রাস্তায় চলাচলে দূর্বিষহ যন্ত্রণা, যাত্রীরা এ সড়ক দিয়ে চলাচলে নিরাপত্তা হীনতায় ভূগছেন।

শিলচর-জয়ন্তীয়া সড়ক অবরোধে উত্তাল বড়খলা

অন্যদিকে, পানীয়জলের পাইপ লাইন ইচ্ছেখুশি উখড়ে ফেলার ফলে মানুষ বঞ্চিত বিশুদ্ধ পানীয়জল থেকে বঞ্চিত তারা। এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসলেও, তাদের সমস্যার কথা কেউ খোঁজ নিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে তারা এ সড়ক অবরোধের ডাক দিয়েছেন। এদিনের সড়ক অবরোধে উপস্থিত ছিলেন বড়খলা সেডো সংস্থার সম্পাদক অজিত দাস, বড়খলা জিপির প্রাক্তন এপি সদস্য শিবুচন্দ্র দাস, সাজ্জাদ আহমেদ বড়ভূইয়া, উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূইয়া সহ অন্যান্যরা।

Author

Spread the News