জাতীয় দুই চ্যাম্পিয়নকে সম্মান দিল শিলচর ডিএসএ
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ২০২৪ সালের প্রথম দিন জাতীয় দুই চ্যাম্পিয়নকে উপযুক্ত সম্মান দিল শিলচর ডিএসএ। গত বছরের ডিসেম্বর মাসে টেবিল টেনিসের অনূর্ধ্ব ১১ বিভাগে জাতীয় র্যাঙ্কিং প্রতিযোগিতা জিতেছিলেন দিবিজা পাল। আর সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টনের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন সুরজ গোয়ালা। তাই উভয় খেলোয়াড়কে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল।
সম্মননা প্যাডলার, কোচ, প্রাক্তন দুই ইন্ডোর সচিবকেও____
এদিন প্রথমে সুরজ ও দিবিজাকে নিয়ে সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়াম কমপ্লেক্স থেকে একটি বাইক র্যালি হয়। অবশ্য সুরজ ও দিবিজা ছিলেন হুডখোলা জিপে। র্যালি রাঙ্গিরখাড়ি পয়েন্টে গিয়ে স্টেডিয়ামে ফিরে আসে। এরপর স্টেডিয়াম কমপ্লেক্সের অনুষ্ঠান ভবনে হয় সংবর্ধনা সভা। এতে প্রাক্তন বিশিষ্ট শাটলার পূর্ণেন্দু সিনহা ও প্যাডলার তমাল কান্তি বণিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা উভয় খেলোয়াড়ের কৃতিত্বের জন্য তাঁদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য ও সহসচিব (আদার স্পোর্টস) অজয় কুমার রায়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী। অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের হাতে ট্র্যাকশুট তুলে দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিএসএ-র সহসচিব (প্রশাসন) দেবাশিস সোম। অনুষ্ঠানে সুরজ সহযোগিতা প্রাপকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তাঁর প্রথম কোচ প্রশান্ত চৌধুরীর কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রশান্তকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেইসঙ্গে সংবর্ধিত করা হল ২০২৩ সালে বিভিন্ন র্যাঙ্কিং এবং আন্তঃজেলা টেবিল টেনিস ইভেন্টে পদক জয়ী শিলচরের প্যাডলারদের। সংবর্ধনা জানানো হয় ডিএসএ-র টেবিল টেনিস অ্যাকাডেমির কোচ পার্থ দেব-কেও। এছাড়া সংস্থার প্রাক্তন দুই ইন্ডোর সচিব পৃথ্বীশ পাল ও সঞ্জু রায়কে সংবর্ধনা জানানো হয়।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।