শিলচর জেলা ক্রীড়া সংস্থায় দুর্নীতির বাসা, ইস্তফা সহসভাপতির
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : শিলচর জেলা ক্রীড়া সংস্থায় নাকি দুর্নীতিতে ঘুঘুর বাসা বেঁধেছে। তাই, আপসে না গিয়ে সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিলেন সহসভাপতি নিলাভ মৃদুল মজুমদার। বুধবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ইস্তফাপত্র সভাপতি শিবব্রত দত্তকে দিয়েছেন। এনিয়ে জেলা ক্রীড়া সংস্থার চত্বরে চাপা গুঞ্জন বিরাজ করছে। তবে মৃদুল মজুমদারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ডিএসএ-র গত দ্বিবার্ষিক সাধারণ সভার নির্বাচনে সহসভাপতি আদার্স পদে নির্বাচিত হয়েছিলেন মৃদুল মজুমদার। তিনি সুশঙ্কর রায়কে ১০১ ভোটে হারিয়ে এই পদে আসীন হন। এখন জানা গেছে, এতবড় ব্যবধানে জয়ী হয়েও অন্যদের কার্যকলাপের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না মৃদুল মজুমদার। এজন্য নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছেন। তাঁর ইস্তফার কারণ দুর্নীতি হতে পারে অথবা ঠিকমতো মর্যাদাও হয়তো পাচ্ছিলেন না। অবশ্য সংবাদ মাধ্যমে তিনি কিছু বলেননি।
এ বিষয়ে সাধারণ সচিব অতনু ভট্টাচার্যের কাছে জানতে চাইলে তিনি সোজা সভাপতি শিবব্রত দত্তের কোর্টে বল ঠেলে দেন। বলেন, তাঁর কাছে কোন কাগজপত্র আসেনি, তাই বলতে পারছেন না। প্রসঙ্গত, ডিএস এ- তে দুর্নীতির দানা বাঁধছে। এ সংক্রান্ত গুঞ্জন গত কদিন থেকে শোনা যাচ্ছে।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।