শিলচর বইমেলা ১৮ নভেম্বর থেকে, প্রস্তুতি শুরু
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : আগামী ১৮ নভেম্বর থেকে ঐতিহ্যবাহী ৩১ তম শিলচর বইমেলা-২০২৩ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে। শিলচর বইমেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, বইমেলা আগামী ১৮ নভেম্বর থেকে শিলচরের বিপিন পাল সভা স্থলে আরম্ভ হবে এবং চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এই বই মেলায় যাঁরা বই কিনবেন তাঁদের ১৫শতাংশ ছাড় দেওয়া হবে। শিলচর বইমেলায় যোগদান করার উদ্দেশ্যে বাংলাদেশ, কলকাতা, ত্রিপুরা সহ বিভিন্ন স্থানের পুস্তক প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার শিলচর পুরসভার কার্যবাহী অফিসার তথা ডিডিসি রাজীব রায়ের সঙ্গে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে বিপিন পাল সভাস্থল বইমেলার উপযোগী করে তোলার জন্য আহ্বান জানানো হয়। পরে কার্যবাহী অফিসার তথা ডিডিসি রাজীব রায় আগামীকাল থেকে বিপিন পাল সভাস্থল পরিস্কারের কাজ শুরু হবে বলে জানান। এদিন প্রতিনিধি দলে ছিলেন কমিটির সভানেত্রী স্বর্ণালী চৌধুরী, কার্যকরী সভাপতি আব্দুল হাই লস্কর, সহসভাপতি গোষ্ঠলাল দাস ও সুবীর ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ, সহসম্পাদক গৌতম তালুকদার, বীরেন্দ্র দাস, রাণু দত্ত, রাজু চৌধুরী প্রমুখ।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।