হাতিছড়া–মধুরাঘাট বেহাল সড়ক ডাবল লাইনে রূপান্তরের দাবিতে নতুনবাজারে সিগন্যাচার ক্যাম্পিং

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : হাতিছড়া-মধূরাঘাট এলাকার বেহাল সড়ককে ডাবল লাইনে রূপান্তরের দাবিতে বড়খলার মুরলীধর জিপি এলাকার নতুনবাজারে সিগন্যাচার ক্যাম্পিং শুরু হয়েছে। শনিবার তন্ময় পুরকায়স্থের নেতৃত্বে স্থানীয় জনগণের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। ফলে প্রায় ২০টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

তন্ময় পুরকায়স্থ জানান, বছরের পর বছর ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বর্ষাকালে রাস্তার ওপর পানি জমে যায়, যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। তিনি বলেন, সংগৃহীত স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি কাছাড় জেলা কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো হবে, যাতে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু হয়। ক্যাম্পিং শেষ হওয়ার আগেই স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও তিনি জানান। দুধপাতিল, মধুরাঘাট, হাতিছড়া-সহ প্রায় ২০টি গ্রামের বাসিন্দারা এই বেহাল সড়কের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্কুল-কলেজে যাতায়াত, হাসপাতালে পৌঁছানো এবং নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম সবই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জনৈক স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক। সরকারের কাছে বারবার আবেদন জানানো হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এলাকায় দুর্ঘটনার ঘটনাও ক্রমশ বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেছেন, এই সিগন্যাচার ক্যাম্পিংয়ের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষিত হবে এবং দ্রুত সড়কটির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *