বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : শিলচর সাব-ইনস্পেক্টর অব স্কুলস সতীশ কৈরীকে উধারবন্দ ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার (ইনচার্জ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা নিয়মিত ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার নিয়োগ না হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। সেটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে বহাল থাকবে। এ দিন দায়িত্ব নেওয়ার পর অভিনন্দন জানান কার্যালয়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন উধারবন্দ বিইইও মাধব সাহা। ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। প্রস্তাবিত বাজেটের অধীনে অভিযোগকারীর বেতন নিয়মিত করার জন্য মাধব সাহা প্রথমে ১০,০০০ টাকা ঘুষ দাবি করেন। পরে আলোচনার মাধ্যমে দাবি কমিয়ে ৭,০০০ টাকা নেওয়ার সময় ধরা পড়েন।


