শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসায় দস্তারবন্দি ২৫শে

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : ৬৯তম বার্ষিক ওয়াজ ও দস্তারবন্দি মহফিলের আয়োজন করছেন ঐতিহ্যবাহী বোয়ালজুর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত শিলডুবি তেমাথাস্থিত মাদ্রাসার প্রাঙ্গনে এই দ্বীনি মহফিলের অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাংবাদিক বৈঠক করেন কর্মসূচি তুলে ধরেন কমিটির কমকর্তারা। তাঁরা জানান, বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পড়ুয়াদের মধ্যে কিরাত, গজল, নাত, বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বিশিষ্ট ইসলামি পণ্ডিতরা উপস্থিত থেকে দ্বীন ও দুনিয়ার বিভিন্ন বিষয়ের উপর মূল্যবান বয়ান রাখবেন। তৎসঙ্গে দেশের ঐক্য, সংহতি, সম্প্রীতি, সমৃদ্ধি সহ বিশ্বশান্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। রাত দশটায় মাদ্রাসার ১৮ জন হিবজ উত্তীর্ণ পড়ুয়াকে সনদ প্রদান করা হবে। এবং মাদ্রাসার আয়-ব্যয়ের হিসেব পেশ করা হবে।

মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার জামিয়া নোমানিয়া শায়খুল হাদিস মওলানা মুফতি নাসিরুদ্দীন চাঁদপুরী। এ ছাড়া মুখ্য অতিথি আসনে থাকবেন অসম প্রদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি মওলানা জমির উদ্দিন লস্কর। এবং বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন হাইলাকান্দি জামিয়া ইসলামিয়া তৈয়্যিবিয়ার মোহাদ্দিস মওলানা রুহুল ইসলাম নদবি, মওলানা সাবির আহমদ চৌধুরী, মওলানা ফয়য আহমদ, মওলানা সোনাই আলিয়া মাদ্রাসার মোহাদ্দিস মুফতি মোহাম্মদুল্লাহ বড়ভূইয়া, রাতাবাড়ি আলজামিয়াতুল ইসলামিয়া টাইটাল মাদ্রাসার শায়খুল হাদিস মওলানা জয়নুল হক, পূর্ব শিলচর হাইস্কুলের শিক্ষক মওলানা হোসাইন আহমদ, চরকিশাহ বাবা জামে মসজিদের ইমাম মওলানা কারি ওয়ালিউল্লাহ আইউবি, মওলানা কারি খলিল আহমদ ও মওলানা আব্দুর রহমান। মহফিলে সভাপতিত্ব করবেন মাদ্রাসার প্রধান হাফিজ মওলানা জয়নুল আবিদীন। এই মহফিলে সাহায্য, সহযোগিতা ও উপস্থিতি কামনা করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান মওলানা হাফিজ জয়নুল আবেদিন, পরিচালন কমিটির সভাপতি আতাবুর রহমান বড়ভূইয়া, সাধারণ সম্পাদক সালে আহমদ, সহ-সভাপতি ফয়জুল হক আহমদ ও ওয়াজ কমিটির বশির উদ্দিন বড়ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *