জুবিন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শিখা শর্মা গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে শিখা শর্মাকে গ্রেফতার করেছে অসম পুলিশের অপরাধ তদন্ত শাখা (ক্রাইম ব্রাঞ্চ)।
গুয়াহাটির পাথরকুঁয়েরি এলাকার নীলাচল অ্যাপার্টমেন্ট থেকে শিখা শর্মাকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একাধিক আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করেছিলেন।

সোমবার এ বিষয়ে জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ শিখা শর্মার বিরুদ্ধে এজাহার দাখিল করেন। এজাহারের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৫২/১৯৬/২৯৯/৩৫১/৩৫২/৩৫৩/৩৫৬ ধারায় থানায় ২/২৬ নম্বর মামলা রুজু করে। এই মামলার সূত্র ধরেই অপরাধ শাখা পাথরকুঁয়েরিস্থ নীলাচল অ্যাপার্টমেন্টের এ ব্লকের সি-২ নম্বর বাসগৃহ থেকে শিখা শর্মাকে গ্রেপ্তার করে।

অভিযোগে বলা হয়েছে, শিখা শর্মা ধারাবাহিকভাবে জুবিন গার্গ ও তাঁর পরিবারের চরিত্রহনন করে আসছিলেন। তবে এজাহার দাখিলের পর তিনি তাঁর ফেসবুক পোস্টগুলি মুছে ফেলেন। এদিকে, শিখা শর্মার গ্রেপ্তারের পর অসম পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন গরিমা শইকিয়া গর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *