শান্তিকুমার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ভিড়লেন
বরাক তরঙ্গ, ২০ মার্চ : লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যব্যাপী রাজনৈতিক নেতাদের দলবদল চলছে। কেউ অভিমানে আবার কেউ রাজনৈতিক স্বার্থে নতুন দলে নিজের নাম নথিভুক্ত করছেন। এর প্রভাব কংগ্রেস, বিজেপি, ইউডিএফ ছাড়াও তৃণমূল কংগ্রেসেও পড়েছে। তৃণমূলের অসম রাজ্য কমিটির সম্পাদক শান্তিকুমার সিংহ দল ত্যাগ করে কংগ্রেসে ভিড়লেন। বুধবার গুয়াহাটিতে আইএনসির সর্বভারতীয় নেতা জিতেন্দ্র সিং, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভুপেন বরা, রকিবুল হুসেন, জাকির হুসেন সিকদার, দেবব্রত শইকিয়া, রেকিব উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলে যোগ দেন।
শান্তিকুমার একজন দক্ষ সংগঠক। তিনি কাছাড়ের বিভিন্ন প্রান্তে তৃণমূলকে ছড়িয়ে ছিলেন। ২০২১ এ নিজে সোনাইয়ে বিধানসভা নির্বাচনে লড়ে ছিলেন। শান্তিকুমার জানান, কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দিয়েছেন। তবে তৃণমূলের বিরুদ্ধে কোনও কথা বলেননি।