১ ফেব্রুয়ারি সোনাপুর হুরাউলেতে শাহসুফি আয়ুব শাহের বার্ষিক উরুস

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে আধ্যাত্মিক জগতের সম্রাট পীরে তরিকত ওলিয়ে কামিল পীরে কামেল শাহসুফি মওলানা আয়ুব আলি রাহমাতুল্লাহি এর বাৎসরিক উরুস মহফিল। কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের সোনাপুর হুরাউলিতে অনুষ্ঠিত হবে এই মহফিল। এ উপলক্ষে আয়োজক কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানান, প্রতিবছর সোনাপুর গাংগপারে খানকায়ে ছারিমিয়া গৃহের সম্মুখে মাহফিল অনুষ্ঠিত হতো, কিন্তু এবার সোনাপুর হুরাউলেতে অনুষ্ঠিত হবে এই ঊরুস মাহফিল। হাইলাকান্দি জেলার বাস্ট্যান্ড এলাকার তরিকায় নকশবন্দী মুজাদ্দিদর অন্যতম খলিফা আধ্যাত্মিক জগতের সম্রাট শাহ্সুফি মওলানা আয়ুব আলি রাহমাতুল্লাহি আলাইহি এর উরুস মাহফিল,তৎ সঙ্গে নকশবন্দী মুজাদ্দিদর সকল আওলিয়ায়ে কেরামের ইছালে সাওয়াব মহফিল অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি রোজ রবিবার, দুপুর একটায় দলীয় পতাকা উত্তোলন করে কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তালিম ও তরবীয়ত পেশ করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিদগ্ধ ইসলামিক পণ্ডিত মওলানা সারিমুল হক লস্কর, এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক স্কলার সহ বুদ্ধিজীবী সমাজসেবীগন উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সফল করতে দেশবাসীর সহায়তা কামনা আয়োজক কমিটির সভাপতি, মওলানা ইসলাম উদ্দিন তালুকদার, সম্পাদক ইকবাল নাছিম চৌধুরী ও মওলানা ইসতিয়াক আহমদ চৌধুরী, মওলানা কমর উদ্দিন বড়ভূইয়া। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির পক্ষে আকদ্দছ আলি তালুকদার, কপিল আহমেদ চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী, গিয়াস উদ্দিন লস্কর, বাবুল হোসেন চৌধুরী, আবদুল শুক্কুর লস্কর, রফিক উদ্দিন চৌধুরী, খলিল উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *