ইংরেজি সাহিত্যে এমফিল ডিগ্রি লাভ শবনমের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ জুন : করিমগঞ্জের সেটেলমেন্টের মাইজডি এলাকায় বাসিন্দা তথা কছাড় জেলার বড়খলা মডেল কলেজের অধ্যক্ষ ড. শাহাবুদ্দিন আহমেদ ও ফরিদ আহমদের বড় মেয়ে শবনম তবসসুম ইংরেজি সাহিত্যে এমফিল ডিগ্রি লাভ করেন। গত ১০ জুন এক অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এই ডিগ্রি প্রদান করেন।

তাঁর এমফিল-এর গবেষণার বিষয় ছিল : ‘Folklore Cultural Identity- Represantation in selected fictional writings from North-east India’. তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপেন্দু দাসের অধীনে তাঁর গবেষণাকর্ম সম্পন্ন করেন। উল্লেখ্য শবনম বিশিষ্ট শিক্ষাবিদ তথা  করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ইতিহাসবিদ প্রথাত ড. কামালুদ্দিন আহমদের দৌহিত্রী। শবনমের সাফল্যে পরিচিত মহলে খুশির জোয়ার বইছে।

Author

Spread the News