রেজিমুলের পরিবারের পাশে দাঁড়াল  একাধিক সংগঠন, আর্থিক সাহায্য

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : মাদ্রাসায়
নৃশংসভাবে খুন হওয়া কিশোর রেজিমুলের পরিবারের খোঁজ নিল নদওয়াতুত তামির, আহলে সুন্নত ওয়াল জামাত, শিলচর জেলা কংগ্রেস ও রিড ফাউন্ডেশন। শনিবার পৃথক পৃথকভাবে নদওয়া, আহলে সুন্নত, কংগ্রেসের কর্মকর্তারা ফ্রেঞ্চনগরে রজিমুলের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের খোঁজ নেওয়ার পাশাপাশি করে অর্থ সাহায্য করলেন। বিকাল তিনটায় নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল রেজিমুলের বাড়িতে উপস্থিত হয়। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো সহ সংগঠনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেয়। এদিন সংগঠনের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মওলানা নুরুল হক মজুমদার, জেলা সম্পাদক মওলানা ইকবাল হোসেন লস্কর, ভাগা আঞ্চলিকের সভাপতি মাওলানা রফিক আহমেদ বড়ভূইয়া, সহসভাপতি মওলানা রুহুল আমিন লস্কর, জামালপুর আঞ্চলিকের সাধারণ সম্পাদক মওলানা জহিরুল ইসলাম লস্কর প্রমুখ।

এদিকে, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মওলানা মবরুর আহমেদ বড়ভূইয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দলও নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন। মাদ্রাসা ছাত্র রেজিমুলের হত্যাকারী মহসিন রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে আহলে সুন্নত । এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন মওলানা মবরুর আহমেদ বড়ভূইয়া। দলে ছিলেন জেলা কমিটির সহসভাপতি হাফিজ আলি আসগর লস্কর, মওলানা আমির হোসেন, মওলানা বদরুল ইসলাম প্রমুখ।

রেজিমুলের পরিবারের পাশে দাঁড়াল  একাধিক সংগঠন, আর্থিক সাহায্য

একই দিনে পরিবারের সঙ্গে দেখা করে শিলচর জেলা কংগ্রেস। শনিবার বিকেলে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল হতভাগ্যের বাড়িতে গিয়ে উপস্থিত হন। তারা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা সহ হতভাগ্য রজিমুলের বাবার হাতে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জাবেদ আক্তার লস্কর, সূর্যকান্ত সরকার, জ্যোতিলাল দাস, গিয়াস উদ্দিন লস্কর, এসসি সেলের চেয়ারম্যান নীশিকান্ত সরকার, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর, নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পাল, ধলাই যুব কংগ্রেস সভাপতি শুভাশিস দেব, তাহির আহমেদ প্রমুখ।

রেজিমুলের পরিবারের পাশে দাঁড়াল  একাধিক সংগঠন, আর্থিক সাহায্য

এদিন দক্ষিণ ধলাইয়ের অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন রিড ফাউন্ডেশন এর এক প্রতিনিধি দল রজিমুলের বাড়িতে উপস্থিত হয়ে হতভাগ্য পরিবারের খোঁজ নিয়ে সমবেদনা জ্ঞাপনসহ নগদ পাঁচ হাজার টাকা অর্থ সাহায্য প্রদান করে। ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন, ইকবাল হুসাইন লস্কর, আলতাফ হোসেন লস্কর, সফিক উদ্দিন বড়ভূইয়া।

Author

Spread the News