বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে গেল কাটিগড়ায়। দুই পক্ষের মারপিটে আহত হলেন পুরুষ-মহিলা সহ সাতজন লোক। এরমধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক থাকায় কাটিগড়ার এমজি মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার ফুলবাড়ি গ্রামে ঘটেছে এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাপ্ত খবর মতে, ফুলবাড়ি গ্রামের সিরাজ উদ্দিন বড়ভূইয়া এবং আলতাফ হোসেন বড়ভূইয়ার মধ্যে দীর্ঘদিন থেকে চলছিল জমি বিবাদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছে।বিতর্কিত এই জমিতে ধান চাষ করেছিলেন সিরাজ উদ্দিন বড়ভূইয়া। কিন্তু রবিবার সকালে সিরাজ উদ্দিন বড়ভূইয়ার চাষ করা ধান কাটতে দলবল নিয়ে মাঠে নামেন আলতাফ হোসেন বড়ভূইয়া। নিজের চাষ করা ধান আলতাফ উদ্দিন এসে কেটে নিয়ে যেতে শুরু করেছে দেখে প্রতিবাদ করতে যান সিরাজ উদ্দিন সহ আরও কয়েকজন লোক। আর এতে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় মারপিট। আলতাফ উদ্দিন সহ তাঁর সঙ্গীরা লাঠিসোঁটা দিয়ে সিরাজ উদ্দিন এবং তাঁর সঙ্গীদের বেধড়ক মারপিট করেন। এতে ৩ জন মহিলা সহ ৭ জন লোক আহত হন। এরমধ্যে সিরাজ উদ্দিন বড়ভূইয়া (৬৪), মুজিবুল আলম লস্কর (৪৭) এবং আলিম উদ্দিন লস্কর (৫৫) অবস্থা আশঙ্কাজনক। বেলারুন নেছা (৪৬) রয়তুন নেছা (৫২), ছালেহ আহমদ লস্কর (৩০) সহ আরও একজন আঘাতপ্রাপ্ত হন। চিৎকার চেচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। খবর পাঠানো হয় থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আক্রমণকারীরা গা ঢাকা দিতে সক্ষম হয়। জানা গেছে, আহত সিরাজ উদ্দিন বড়ভুইয়া (৬৪), মুজিবুল আলম লস্কর (৪৭) এবং আলিম উদ্দিন লস্করের (৫৫) অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্যদের কাটিগড়া মডেল হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এনিয়ে গুরুতর ভাবে আহত সিরাজ উদ্দিন বড়ভূইয়ার স্ত্রী রয়তুন নেছা বড়ভূইয়া প্রতিবেশী আলতাফ হুসেন বড়ভূইয়া সহ মোট ১৫ জনকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় এজাহার জমা দিয়েছেন।


