সন্তানকে নিয়ে মাদক বিক্রি বাবার, গণধোলাই ভাগায়

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে মাদক বিক্রি বাবার। সভ্য সমাজকে কলঙ্কিত করার মতো এমন এক জঘন্য ঘটনা সামনে এসেছে। রবিবার ঘটনাটি অসম-মিজোরাম সীমান্তের ভাগাবাজারের।
কিশোরের পকেটে ছোট ছোট মাদকের কৌটা রেখে বাজারে বিক্রি করছে বাবা। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় দুই একজন সচেতন নাগরিক কিশোরের পকেটে হাত দিতে বেরিয়ে আসে পলিথিনে মোড়ানো পকেটে বেশ কিছু মাদক ভর্তি ছোট ছোট কৌটা রয়েছে। এরপর বাবা ও ছেলেকে আটকে ধোলাই দিতে শুরু করেন স্থানীয় মানুষ। সুযোগ বুঝে স্কুটিতে চড়ে পালিয়ে যায়। জনতা বাবার পিছু ধাওয়া করলে কেটে পড়ে কিশোর। শেষে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নয়টি মাদকের কৌটা পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত জনতা।

