বাজারিছড়ায় আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : বিজ্ঞানকে ভালবাসায় গড়ে নতুন প্রজন্ম বাজারিছড়ায় আর্যভট্ট কেন্দ্রের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অন্যান্য বছরের ন্যায় এবারও বরাক উপত্যকার শ্রীভূমি জেলা পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ব্লকভিত্তিক বিজ্ঞান প্রতিযোগিতা। আসাম সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রকের আর্থিক সহায়তায় এবং হীরকসঙ্ঘ ও আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র, লোয়াইরপোয়া ব্লক এর যৌথ উদ্যোগে বাজারিছড়ার রামকৃষ্ণ সেবাশ্রম প্রেক্ষাগৃহে শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বিজ্ঞানকেন্দ্রিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইভেন্টে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৯০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে, যা প্রমাণ করে অঞ্চলে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনটি প্রতিযোগিতার বিচারকার্যে ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ৯ জন অভিজ্ঞ বিজ্ঞান শিক্ষক, যা প্রতিযোগিতার গুণগত মান আরও সমৃদ্ধ করে

অনুষ্ঠানের শুরুতে বৈজ্ঞানিক মহাগণিতজ্ঞ আর্যভট্টের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষিকা শান্তা কর পুরকায়স্থ, যিনি পুরো অনুষ্ঠানের সভাপতিত্বও করেন। উদ্বোধনী পরিবেশনায় দেবস্মিতা ভট্টাচার্যের মনোমুগ্ধকর নৃত্য উপস্থিত অতিথি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রশংসা কুড়িয়ে নেয়। অনুষ্ঠানের ঘোষক হিসেবে দক্ষতার পরিচয় দেন হীরকসঙ্ঘের কোষাধ্যক্ষ দেবজ্যোতি ভট্টাচার্য। পুরো প্রতিযোগিতার সমস্ত দিক সুসমন্বয় করে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের সংযোজক গৌরীশঙ্কর চক্রবর্তী ও শিক্ষক নিহার কর পুরকায়স্থ। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নির্দিষ্ট বৈজ্ঞানিক বিষয়ে স্বল্পসময়ে প্রস্তুতি নিয়ে বক্তৃতা প্রদান করে। বিচারকদের মতে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বক্তৃতা দক্ষতা, যুক্তিবোধ ও উপস্থাপনা ছিল প্রশংসনীয়। পুরস্কার প্রাপ্তরা হলেন ১ম স্থান শামীমা নাসরিন ২য় স্থান বৈষ্ণবি লোহার ৩য় স্থান  টিনা পাল।বিজ্ঞানভিত্তিক বার্তা তুলে ধরে সৃজনশীল পোস্টার আঁকার এই প্রতিযোগিতা ছিল সবচেয়ে রঙিন ও আকর্ষণীয়। বিচারকরা সৃজনশীলতা, বৈজ্ঞানিক ভাবনা ও শিল্পনৈপুণ্যের ভিত্তিতে সেরা তিনজনকে নির্বাচন করেন।পুরস্কার প্রাপ্তরা হলেন ১ম : বৈষ্ণবি লোহার, ২য়  অন্নেষা মুখার্জি ও ৩য়  সাগরিকা গোস্বামী দিনের সবচেয়ে চ্যালেঞ্জিং ও চিত্তাকর্ষক প্রতিযোগিতা ছিল বিজ্ঞানভিত্তিক মডেল নির্মাণ। বাস্তব সমস্যা, নবউদ্ভাবন, শক্তি সঞ্চয়, পরিবেশ সংরক্ষণসহ নানা বিষয়ে শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীলতা ফুটিয়ে তোলে। পুরস্কার প্রাপ্তরা যুগ্ম প্রথম : বিনীত জয়সোয়াল ও আকাশ দাস দ্বিতীয় : বৈষ্ণবি লোহার যুগ্ম তৃতীয় শেখর চাঁদ বড়দিয়া ও রাজ পালব্লক স্তরে বিজয়ীরা আগামী রবিবার জেলা স্তরের বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে যারা তাদের জন্য বড় উৎসাহ।দিন শেষে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় উপস্থিত অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেন। অতিথিরা হীরকসঙ্ঘের উদ্যোগ ও অঞ্চলজুড়ে বিজ্ঞানমুখী পরিবেশ তৈরি করার প্রচেষ্টার উচ্চ প্রশংসা করেন।

স্বাগত বক্তব্য রাখেন দেবজ্যোতি ভট্টাচার্য, ধন্যবাদ জ্ঞাপন করেন নিহার কর পুরকায়স্থ। অনুষ্ঠান শেষে সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এর মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন শিক্ষার্থীর বৈজ্ঞানিক প্রতিভার ঝলক হীরকসংঘ ও আর্যভট্ট কেন্দ্রের যৌথ উদ্যোগে মহাসফল অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *