উধারবন্দের কাশীপুরে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : পিছিয়েপড়া তফসিলি সম্প্রদায়ভুক্ত লোকদের সহজে সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করতে জেলার বিভিন্ন স্থানে সুপারিশ কর্মশালার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভেলাপম্যান্ট বোর্ডের উদ্যোগে সাতাশটি ক্যাম্প সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি রংপুর মণ্ডলের সহযোগিতায় উধারবন্দের কাশীপুরস্থিত বিজেপি কার্য্যালয়ে আয়োজিত সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় অংশগ্রহণ করে একথা গুলি বলেন বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস।
বিজেপি রংপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাসের পৌরহিত্যে আয়োজিত এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে নীহারবাবু বলেন, সমাজের পিছপড়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নই হচ্ছে বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য। বিজেপি রংপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি সরকার গঠনের পর অনুসূচিত জাতিভুক্ত মানুষের প্রকৃত উন্নয়ন হয়েছে । তিনি উন্নয়নের স্বার্থে বিজেপির পাশে থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। বিজেপি কাছাড় জেলা সম্পাদক পুলক দেব বলেন, বর্তমান বিজেপি পরিচালিত এস সি ডেভেলাপম্যান্ট বোর্ড তপশীলি জাতিভূক্ত মানুষের কল্যাণে স্বচ্ছতার সাথে কাজ করছে।তিনি বলেন, সরকার আগেও ছিল কিন্ত সেসময় কোন বোর্ডকে এভাবে তফসিলিদের উন্নয়নে এগিয়ে আসতে দেখা যায়নি। বিজেপি সরকারে আসায় মানুষ বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন, বলেন পুলক।
এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন অসম প্রদেশ বিজেপি অনুসূচিত জাতি মোর্চার সদস্য সমীরণ ফুলমালি, কাছাড় জেলা বিজেপি এসসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক তথা বোর্ডের সদস্য বাবলু কেঁওট, বিজেপি রংপুর মণ্ডল সাধারণ সম্পাদক নিশু ভৌমিক, রংপুর মন্ডল এসসি মোর্চার সভাপতি মনোরঞ্জন দাস, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের সদস্য যথাক্রমে রানু দাস ও মনমোহন রবিদাস, দিলীপ ঘোষ, রত্নদ্বীপ দাস, অশোক নুনিয়া, জয়দীপ ঘোষ, তাশো মাল, রাজেশ দাস, পিংকু দাস, সামাজিক মাধ্যম কোষের অমিত কুমার রায় প্রমুখ। উল্লেখ্য এদিন প্রায় পাঁচ শতাধিক তফসিলি সম্প্রদায়ভুক্ত লোকদের সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন নীহার রঞ্জন দাস।