পেহেলগাঁও কাণ্ড : কলকাতার দুই নিহত ব্যক্তির পরিবারকে মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিলেন কৃষ্ণেন্দু
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ মে : পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত দুই বাঙালি পর্যটকের শোকসন্তপ্ত পরিবারের হাতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এককালীন আর্থিক সহায়তা পৌঁছে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।বুধবার সকালে মন্ত্রী প্রথমে পৌঁছন বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর বাড়িতে। কর্মসূত্রে আমেরিকায় থাকা বিতান সম্প্রতি ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। স্ত্রী সোহিনী এবং তিন বছরের কন্যাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে। কিন্তু সেই আনন্দের সফর রূপ নেয় মৃত্যুমিছিলের — সন্ত্রাসী হামলার বলি হন তিনি। সোহিনী অধিকারীর কণ্ঠে সেই ভয়াবহ ঘটনার বিবরণ শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মন্ত্রী। এরপর মন্ত্রী রওনা দেন শহরের সখেরবাজারে, যেখানে জঙ্গি হামলায় নিহত অপর বাঙালি সমীর গুহর পরিবার শোকস্তব্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। স্ত্রী শবরীর কাছে সেই দুঃস্বপ্নের দিনের কথা শুনে মন্ত্রীর চোখেও জল এসে যায়।

জানা যায়, মেয়ের পরীক্ষার পর পরিবার নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন কাশ্মীর, কে জানত সেই ভ্রমণই হয়ে উঠবে চিরবিদায়! মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুই পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক এবং সমবেদনারপত্র তুলে দেন। তিনি জানান, “এই শোকের মুহূর্তে অসম সরকার সবসময় তাঁদের পাশে রয়েছে। মানবতা, সহমর্মিতা ও প্রতিবেশী রাজ্যের প্রতি আমাদের দায়বদ্ধতাই আজ আমাদের এখানে এনেছে। এমন সময় যখন সন্ত্রাস মানুষের হৃদয় বিদীর্ণ করে দেয়, তখন এই সহানুভূতির বার্তা কিছুটা হলেও প্রলেপ দেয় ক্ষতের উপরে।
