নেতাজি ছাত্র যুব সংস্থার সেরা কালীপূজা কমিটি পুরস্কার পেল সারদা সংঘ শরৎপল্লী
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : নেতাজি ছাত্র যুব সংস্থার “ড. জয়ীতা ভট্টাচার্য ও পীযূষকান্তি দাস স্মৃতি সেরা কালীপূজা কমিটি পুরস্কার” পেল সারদা সংঘ শরৎপল্লী সোনাই রোড। শুক্রবার সন্ধ্যায় শিলচর এক অভিজাত হোটেলে বিভিন্ন বিভাগের সেরা (মাঝারি বাজেট এর ২০ ও বড় বাজেটের ১১ টি) কালীপূজা কমিটিদের পুরস্কার প্রদান করা হয়। নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী মহুয়া ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলু দাসের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় মুখ্য অতিথিরূপে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। এছাড়াও সস্মানিত অতিথিদের মধ্যে ছিলেন শিলচর পুরসভার প্রাক্তন সভাপতি তমালকান্তি বণিক, ভিডিও কাছাড় জেলার উপ উপদেষ্টা অমিয়কান্তি দাস, শিলচর পুরসভার প্রাক্তন সদস্য ঝলক চক্রবর্তী, বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, ওয়ে টু বরাক এর সস্পাদিকা মৌমিতা গুপ্ত, সমাজকর্মী অঙ্কিতা সাহা, লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস এর সভানেত্রী লায়ন অঞ্জনা দেব প্রমুখ। উপস্থিত অতিথিদেরকে গামছা ও সস্মারক দিয়ে সস্মান জানান সংগঠনের পক্ষে দিলু দাস, অনুপ দেব, বিপ্লব চক্রবর্তী, ননী গোপাল দেব, পাপন শর্মা, দিলীপ কুমার সিংহ, বাপ্পী আচার্য, সুতপা কর, আইনজীবী সুপর্ণা দত্ত চৌধুরী, শুভ্রা রাউত দত্ত, দিপালী মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্য নেতাজি ছাত্র যুব সংস্থার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে প্রশংসা করেন এবং বিভিন্ন বিভাগের সেরা কালী পূজা কমিটিদের শুভেচ্ছা জানান। মুখ্য অতিথি সাংসদ কৃপানাথ মালা ও উপস্থিত অতিথিরা সংগঠনের বিচারে সর্বশ্রেষ্ঠ পূজা কমিটির শিরোপা অর্জন করা সোনাই রোড শরৎপল্লীর সারদা সংঘ কালীপূজা কমিটির হাতে “ড. জয়িতা ভট্টাচার্য ও পীযূষকান্তি দাস স্মৃতি শিলচর সর্বশ্রেষ্ঠ কালীপূজা কমিটি” পুরস্কার ও সম্মাননাপত্র তুলেদেন। এছাড়াও বিগ বাজেটে বিভাগের পুরস্কার পাওয়া পূজা কমিটি গুলো হল সুনীলচন্দ্র পাল স্মৃতি সেরা শাস্ত্রীয় প্রতিমা -নবজ্যোতি ক্লাব, অসমিয়া বস্তি, বাচ্চু দেবরায় স্মৃতি সেরা শাস্তীয় থিম, রাধামাধব নগর কালীপূজা কমিটি, মন্দির দিঘি, মনমোহন ঘোষ স্মৃতি শৈল্পিক প্রতিমা মণিপুরী বস্তি কালী পূজা কমিটি, তারাপুর, অরূপ চৌধুরী (মান্না) স্মৃতি সেরা শৈল্পিক মণ্ডপ, শিলচর ইয়ং ম্যান ক্লাব, হাসপাতাল রোড, নীহারেন্দু পাল স্মৃতি সেরা শাস্ত্রীয় থিম : নবপল্লী প্রগতি ক্লাব, করাতিগ্রাম, প্রমোদ রঞ্জন ঘোষ সেরা মণ্ডপ : দ্বিতীয় লিংক রোড কালীপূজা কমিটি, রঙ্গলাল দে স্মৃতি সেরা সামাজিক থিম : সোনাই রোড বয়েজ ক্লাব, দীনেশ দাস স্মৃতি সেরা সার্বিক পরিবেশ, শিলচর শশ্মান ঘাট কালী পূজা কমিটি, করুণাময় দেব স্মৃতি দ্বিতীয় সেরা থিম : শিলচর সানরাইজ ক্লাব, রংপুর,
মাঝারি বাজেটের ২০ টি সেরা পুরস্কার হলো : হিমাংশুরঞ্জন সাহা স্মৃতি সেরা প্রতিমা : যুব প্রধান ক্লাব, শিববাড়ি রোড, বলরাম সাহা স্মৃতি সেরা শৈল্পিক প্রতিমা : তারাপুর ত্রিবেনী ক্লাব, সুরদীপ দেবরায় স্মৃতি সেরা শাস্ত্রীয় প্রতিমা : মধ্য মালুগ্রাম কালীপূজা কমিটি, দেবাশিস দেব স্মৃতি সেরা সাবেকি প্রতিমা : ২৮ নং পল্লী কালীপূজা কমিটি, তারাপুর, সুদর্শন গুপ্ত সেরা আধুনিক প্রতিমা : বিধান সরণী কালীপূজা কমিটি, পালকলোনি, শ্যামাপদ সাহা স্মৃতি সেরা আধুনিক প্রতিমা : রাইজিং রকেট ক্লাব, বিলপার, দিলীপ পুরকায়স্থ স্মৃতি সেরা শৈল্পিক মণ্ডপ : নরসিং রোড কালীপূজা কমিটি রেলওয়ে স্টেশন, সুনীলচন্দ্র পাল স্মৃতি সেরা আধুনিক মণ্ডপ : ঘুংঘুর কালী বাড়ি কালীপূজা কমিটি, তপোধীর দেবরায় স্মৃতি সেরা শাস্তীয় মণ্ডপ : আবাহন কালীপূজা কমিটি, শিলংপট্টি, সুচিত্রা ভৌমিক স্মৃতি সেরা সাবেকি মণ্ডপ : নেতাজি স্পোর্টিং ক্লাব, পাবলিক স্কুল রোড, বিনয়কৃষ্ণ চক্রবর্তী স্মৃতি সেরা কাল্পনিক মণ্ডপ : অগ্রদীপ ক্লাব, রাধামাধব রোড়, রাধারাণী সাহা স্মৃতি সেরা আলোকসজ্জা : সজীব সেনা ক্লাব, শ্রীরাম পল্লী, অরূপ চৌধুরী (মান্না) স্মৃতি সেরা নিয়ম শৃঙ্খলা : বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাব, অম্বিকাপট্টি, মনমোহন ঘোষ স্মৃতি দ্বিতীয় সেরা শৈল্পিক প্রতিমা : পঞ্চ্যায়েত রোড কালীপূজা কমিটি, দাস কলোনি, ছায়ারানি দাস স্মৃতি দ্বিতীয় সেরা প্রতিমা : চিত্তরন্জন অ্যাভিনিউ পশ্চিম শিলচর নারায়ণ লেন কালী পুজা কমিটি, সদানন্দ আচার্য স্মৃতি দ্বিতীয় সেরা শৈল্পিক মণ্ডপ : গোল ডিগার্স বয়েজ গ্রুপ কালী পূজা কমিটি, স্বামীজি রোড়, প্রবাল করা স্মৃতি দ্বিতীয় সেরা মণ্ডপ : পশ্চিম অম্বিকাপুর কালী পূজা কমিটি, মানিক মজুমদার স্মৃতি দ্বিতীয় সেরা শাস্ত্রীয় প্রতিমা : শ্যামানন্দ আশ্রম রোড় কালীপূজা কমিটি, সুজিত রঞ্জন সেন দ্বিতীয় সেরা নিয়ম শৃঙ্খলা: শিলচর ইয়ং জেনারেশন গ্রুপ শিববাড়ি বিবেকানন্দ রোড, নিরঞ্জন দেব স্মৃতি বিশেষ পুরস্কার : হ্যাপি বয়েজ গ্রুপ কালীপূজা কমিটি, অম্বিকাপট্টি। শিলচরের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে ও যুব দর্পণ এর সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও শিলচর শহর ও শহরতলীর বিভিন্ন কালীপূজা কমিটিদের উৎসাহিত করার জন্য ড. জয়িতা ভট্টাচার্য ও পীযূষকান্তি দাস স্মৃতি শিলচর সেরা কালীপূজা কমিটি সস্মান প্রদান করা হয়।