দাসকলোনি-পঞ্চায়েত রোডে অবৈধ পার্কিং নিয়ে সরব সুরক্ষা কমিটি

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : দীর্ঘ কয়েক বছর থেকে হাইলাকান্দি রোডের দাসকলোনির গলির মুখে ই-রিকশা, অটো, রিকশা চালকেরা অবৈধভাবে যাত্রীদের উঠা-নামানোর কারনে যানবাহন চলাচল ও পথচারীদের চলাচল করতে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় এবং সন্ধ্যার সময় ফুটপাত দখল ফাস্ট ফুডের দোকানের ব্যবসা চালিয়ে যাচ্ছেন অবাধ গতিতে। এ বিষয় সহ আরো অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধ করার দাবিতে দাসকলোনি-পঞ্চায়েত রোড ঐক্য সুরক্ষা কমিটির গঠনের বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করেন দাসকলোনি ও পঞ্চায়েত রোডের বেশ কিছু সংখ্যক সচেতন নাগরিকরা।

রবিবার দুপুর ১২ টা থেকে ২ টা অবধি হাইলাকান্দি রোডের দাসকালোন গলির সড়কে দাঁড়িয়ে শান্তি -শৃঙ্খলা বজায় রেখে ই-রিক্সা,অটো, রিক্সা,ঠেলা,গাড়ি অবৈধ পার্কিং ও যাত্রী উঠানো -নামানো বন্ধের দাবি জানান। বিষয়টি নিয়ে স্থাণীয় নাগরিক শান্তুনু পাল জানান, দাসকালোনী গলির সামনের মুখটি আনুমানিক ১৮ ফুট থাকা সত্ত্বেও অটো-রিকশা চালকেরা অবৈধভাবে যাত্রীদের উঠা-নামানো করে যাচ্ছে,সকাল থেকে গলিতে  ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এর ফলে পথচারী ও ছাত্রছাত্রী সহ অসস্থ রোগীদের যাতায়াত করতে প্রচুর অসুবিধা পোহাতে হচ্ছে।

প্রাক্তন পুর কমিশনার অসীম দাস (অপু) বলেন, দাসকালোনি গলির ভেতরে প্রায় সময় রাস্তা সহ নালার কাজ ও সরকারি কাজ চলতে থাকে, এর মধ্যে গলিটা ছোট হওয়া যানবাহন নিয়মিত কিছুটা অসুবিধা হলেও, গলির ই-রিকশা, অটো, রিকশা, গাড়ি দাঁড় করিয়ে অবৈধভাবে যাত্রীদের উঠা-নামানো করায় আরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে পার্কিং করার স্থান করে দিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এরমধ্যেই  জেলা আয়ুক্ত, সাংসদ, বিধায়ক, শিলচর ট্রাফিক ইনচার্জ সহ রাঙ্গিরখাড়ি থানার ইনচার্জদের সঙ্গে দাবিগুলো নিয়ে কথা বলে এক স্মারকলিপি প্রদান করা হবে। তারপরও যদি  সমস্যাগুলো নিরসনের জন্য অতিঃসত্বর যদি উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে গণতান্ত্রিকভাবে আন্দোলনের দিকে অগ্রসর হবেন বলে হুমকি দেন।

এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিমাদ্রি শেখর দাস, প্রিয়তোষ মিত্র, মিহির কান্তি রায়, রামু কুমার দে, অভিজিৎ বণিক, সুমন সূত্রধর সহ অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News