ভিন ধর্মীয় কিশোরকে মারপিট ঘটনায় সরব এসএমএফ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ মে : পাথারকান্দি অঞ্চলের ময়না এলাকায় এক ভিন ধর্মী কিশোরের হাত পা বেধে বেধড়ক মারপিট ও জয় শ্রীরাম বলতে বাধ্য করানো ঘটনার কাউকে গ্রেফতার না করায় সরব হল এমএসএফ। সোমবার এ ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়ে করিমগঞ্জের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করেন এমএসএফ প্রতিনিধি দল।

এতে উপস্থিত ছিলেন মওলানা বদরুল হক, জয়নাল উদ্দিন, শিপার আহমেদ ও হাসিম হুসেন।

বদরুল হক জানান, দ্বিতীয় দফা ভোটের দিন কিছু দুষ্কৃতি এক কিশোরকে রশি দিয়ে হাত পা বেধে বেধড়ক মারপিট ও জয় শ্রীরাম বলতে বাধ্য করে। অসভ্য বাক্য উচ্চারণ করে মাথার চুল কাটা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়। এরপর পাথারকান্দি পুলিশ ওই কিশোরটি উদ্ধার করে। কিন্তু অতি দুঃখের বিষয় ওই ঘটনা হওয়ার কয়েকদিন হয়ে গেল কিন্তু জড়িত একজনও অপরাধীকে আজ অবদি আটক করেনি। আগামী তিনদিনের ভেতরে আটক না করলে  আন্দোলনে নামতে বাধ্য হবে এমএসএফ এ কথা পরিস্কার জানিয়ে দেন বদরুল হক।

Author

Spread the News