ডিব্রুগড়ের হয়ে জাতীয় পর্যায়ে র‍্যাঙ্কিং টিটি খেলেন উধারবন্দের সাইদুল

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : জাতীয় ও রাজ্যস্তরের র‍্যাঙ্কিং টেবিল টেনিসের বিভিন্ন টুর্ণামেন্টে আড়াই’শ-র বেশী ম্যাচ খেলেছেন ডিব্রুগড়ের সাইদুল আলম আহমেদ। সাইদুলের লিগ্যাসি ডাটা  কিন্তু এই গ্রাম কাছাড়েই। তাঁর আদি বাড়ি কাছাড় জেলার উধারবন্দ এলাকার লাঠিগ্রামে। জন্ম ও তাঁর বেড়ে উঠা কিন্তু ডিব্রুগড় জেলায়। পেশাসূত্রে আবার সাইদুল থাকেন গুয়াহাটি মহানগরে। সাইদুল পেশায় ক্যাগ-এর বরিষ্ঠ হিসেব রক্ষক। অসমের টিটি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে তাঁর অবস্থান। জাতীয় র‍্যাঙ্কিংয়ে প্রথম ষোলয়। টেবিল টেনিসে নিয়মিত ডিব্রুগড়ের হয়ে প্রতিনিধিত্ব করেন। তাঁর বাবা মউর উদ্দিন কর্মসূত্রে সেখানেই থাকেন। পরিবারে সাইদুল ছোট। সোনাইয়ে রয়েছেন তার একমাত্র বিবাহিত দিদি ড০ জাহানারা বেগম লস্কর।
শিলচরে অসম র‍্যাঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছেন। খেলেছেন ম্যানস সিঙ্গেলসে। কেবল খেলছেন বললেই হবে না, তিনি যে বড়মাপের খেলোয়াড়, অবশ্যই, সেটার জাত চিনিয়েছেন সাইদুল আলম আহমেদ। লড়াই করে অবশেষে হার মানলেন তিনি। খেলায় হারজিত আছে, তবে এই হারেরও যে একটা মর্যাদা আছে তার ছাপ রাখেন সাইদুল।

রবিবার টুর্নামেন্টের ফাইনালের অন্তিম ম্যাচটি তাঁর। ম্যানস সিঙ্গেল বিভাগে। এবং, এই শেষ ম্যাচে উপস্থিত দর্শকদের মধ্যে উত্তেজনার লহর ছড়িয়ে দেন ডিব্রুগড়ের হয়ে প্রতিনিধিত্ব করা প্যাডলার সাইদুল ও টুর্ণামেন্টের অন্যতম উঠতি তারকা গুয়াহাটির প্রিয়ানুজ ভট্টাচার্য। এই ফাইনাল ম্যাচটিতে প্রথমে এগিয়েই ছিলেন সাইদুল। কিন্তু ভাগ্যের পরিহাস, এই প্রতিযোগিতার সেরা পারফরমান্সে থাকা প্রিয়ানুজের কাছে অবশেষে অল্প ব্যবধানে হেরে রানার্স আপ ট্রফি জিতেন। সাইদুল ও প্রিয়ানুজের প্যাডেলের ক্যারিশ্মা দেখে খোদ বিধায়ক দীপায়ন চক্রবর্তীও তাঁর পুরস্কার বিতরণী সভায় সেটাকে আন্তর্জাতিক মানের একটি ম্যাচ বলে অভিহিত করেন। অবশ্য তিনি জানেন না, এই প্রতিভার একজন যে, তাঁর জেলার।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News